বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামী দিনে এ দেশকে গড়ে তুলতে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। এ জন্য প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
তিনি বলেন, অসহায় বৃদ্ধ মানুষের জন্য একটি আশ্রম করার জন্য পরিকল্পনা আছে। যাতে শেষ পর্যায়ে এসে অসহায় বৃদ্ধ মানুষ কারো ওপর নির্ভর না করতে হয়।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলা দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা গর্ব করে আমাদের নেতার কথা বলি, এ কারণে যে আমাদের নেতা কখনোই জনগণের বিপক্ষে কোনো পদক্ষেপ নেয়নি। জনদুর্ভোগ হোক এরকম কোনো কাজ আমাদের নেতা করেনি।
তিনি আরও বলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তীব্র আন্দোলন সংগ্রাম করেছে তবুও কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেজন্য তাকে আপসহীন নেত্রী বলা হয়।
দাইন্যা ইউনিয়নের প্রবীণদের আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ‘জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’ সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য সৈয়দ শহিদুল আলম।
মন্তব্য করুন