দলের নীতিনির্ধারণ ও গবেষণামূলক কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনে গঠিত এই নতুন ইউনিটের নেতৃত্ব দেবেন খালেদ সাইফুল্লাহ ও মুশফিক উস সালেহীন।
শনিবার (১১ অক্টোবর) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের সমসাময়িক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে গবেষণা, নীতিগত সুপারিশ তৈরি এবং দলীয় ইশতেহার ও নীতি কাঠামো প্রণয়নে এই উইং সক্রিয় ভূমিকা রাখবে।
উইংয়ের অন্য সদস্যরা হলেন, সারোয়ার তুষার, সুলতান মোহাম্মদ জাকারিয়া, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, জাবেদ রাসিন, এহতেশাম হক, সালেহ উদ্দিন সিফাত, আলাউদ্দীন মোহাম্মদ, তানহা শান্তা, তাওহিদ তানজিম ও তারিক আদনান মুন।
দলের পক্ষ থেকে জানানো হয়, এনসিপির ঘোষিত ‘দ্বিতীয় প্রজাতন্ত্র’ ও ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে বাস্তবসম্মত নীতি প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা তৈরি করাই এই উইংয়ের প্রধান কাজ হবে।
মন্তব্য করুন