মোহাম্মদ সুলতান রাষ্ট্রভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি ভাষা আন্দোলনের পুরোভাগে অসাধারণ সংগঠক হিসেবে ভূমিকা রাখেন। রাষ্ট্রভাষার দাবিকে স্তব্ধ করতে তৎকালীন সরকার যে নির্মম নির্যাতনের আশ্রয় নেয়, এরই অংশ হিসেবে বিনা বিচারে তাকে কারাগারে আটকে রাখা হয়। ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত নেওয়ার পর যে ১১ সংগ্রামী ছাত্রনেতা ফজলুল হক হলের পুকুরপাড়ে বসে রাত ১টায় ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেন, মোহাম্মদ সুলতান তাদের একজন। দেশপ্রেম আর মাতৃভাষার টানে দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে নিবেদিতপ্রাণ ভাষাসংগ্রামী মোহাম্মদ সুলতান ১৯২৬ সালের ডিসেম্বরের এই দিনে পঞ্চগড় জেলার মাঝগ্রাম এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ শমসের আলী ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। মোহাম্মদ সুলতান ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি কৈশোরেই ভারত ছাড় ব্রিটিশবিরোধী আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন। পরে ১৯৪৮ সালে রাজশাহীতে ভাষা ও ছাত্র আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। জীবনের কিছু সময় শিক্ষকতা ও সাংবাদিকতা করেছেন। তিনি ১৯৫৩ সালে কবি হাসান হাফিজুর রহমানের ভাষা আন্দোলনের ঐতিহাসিক সংকলন ‘একুশে ফেব্রুয়ারি’ প্রকাশ করেন। এ প্রকাশনার জন্য তাকে কারাবরণও করতে হয়। মোহাম্মদ সুলতান ১৯৮৩ সালের ৩১ ডিসেম্বর ঢাকায় মারা যান।