বিনা কারণে হর্ন বাজানো আমাদের দেশে একটি মারাত্মক সামাজিক সমস্যা। এটি আমাদের পরিবেশ ও নাগরিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পাশাপাশি শহরের ব্যস্ত সড়কগুলোয় প্রায়ই গাড়ির হর্নের কারণে সৃষ্টি হয় শব্দদূষণের। ফলে মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। বিশেষ করে অফিস টাইমে, স্কুলের সময় কিংবা রাতে হর্নের শব্দ অতিরিক্ত শোরগোল তৈরি করে। এটি আশপাশে বাস করা মানুষের জন্য অত্যন্ত অস্বস্তির ও ক্ষতিকর। বিনা কারণে হর্ন বাজানো পরিবেশের জন্যও মারাত্মকভাবে খারাপ। এটি শব্দদূষণ সৃষ্টি করে, যা প্রাণিজগৎসহ মানুষের জন্য হুমকি হতে পারে। এক্ষেত্রে যদি আমরা সবাই সচেতন হই এবং ট্রাফিক নিয়ম মেনে চলি, তবে সহজেই সমস্যার সমাধান সম্ভব। বিনা কারণে হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে আইন থাকলেও তা মানা হয় না বললেই চলে। একই সঙ্গে এর বিরুদ্ধে আইনি প্রয়োগও কম। এ ছাড়া নাগরিকরা যদি প্রত্যেকেই সচেতন না হন এবং বিনা কারণে হর্ন বাজানো বন্ধ না করেন, তবে এ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
সুতরাং, এ জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা ও মানসিকতার পরিবর্তন। আমাদের উচিত অন্যদের বিরক্ত না করে নিরাপদ এবং শান্তিপূর্ণ পরিবেশে চলাফেরা করা।
রবিউল হাসান সাগর
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
শিক্ষার্থী, ঢাকা কলেজ