কবীর আহমেদ ভূঁইয়া
প্রকাশ : ১৪ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

কৃষির অমিত সম্ভাবনা খাল খনন মহাপরিকল্পনায়

কৃষির অমিত সম্ভাবনা খাল খনন মহাপরিকল্পনায়

নদীমাতৃক বাংলাদেশে অর্থনীতি ও কৃষিতে যুগান্তকারী মহাবিপ্লব ঘটিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ক্ষণজন্মা এ রাষ্ট্রনায়কের বহুমাত্রিক অবদান এবং দেশপ্রেমের অক্ষয়-অব‍্যয় ভূমিকার পুরো ভাগজুড়ে মোটাদাগে ছিল খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লব। তলাবিহীন ঝুড়ির কালিমা থেকে দেশকে অর্থনৈতিক উন্নয়নের অভাবনীয় সাফল্যের সোপানে নিয়ে যান।

শহীদ জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি নিজে খাল খনন করে সবাইকে উদ্বুদ্ধ করে অর্থনৈতিক উন্নয়ন করেছেন। খাদ্য উৎপাদন দ্বিগুণ করে বিদেশে রপ্তানি করেছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান সমাজকে সংগঠিত করার এক অনন্য নজির হচ্ছে খাল খনন কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হয়। আপাতদৃষ্টে এ কর্মসূচিকে শুধুই খাল খনন মনে করা হতো। কিন্তু এর বহুমুখী উদ্দেশ্য ছিল, যেমন কৃষিতে সেচ নিশ্চিত করা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা। সারা দেশে খাল খনন করে প্রাকৃতিক জলাধার নির্মাণের কারণে ভূগর্ভস্থ পানির পরিবর্তে উপরিভাগের পানির ওপর নির্ভরতা বৃদ্ধি পায়। শুষ্ক মৌসুমে এসব খালের পানি সেচকাজে ব্যবহার করা হতো। এ ছাড়া খালগুলোতে মাছের উৎপাদনও বৃদ্ধি পায়। মূলত খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম পিলার।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। এর মধ্যে খাল খনন অন‍্যতম একটি দফা আছে। বিএনপির ৩১ দফা হচ্ছে, বাংলাদেশের মানুষের আগামী দিনের মুক্তির সনদ। শহীদ জিয়াউর রহমানের জ্যোতির্ময় সুযোগ্য উত্তরসূরি প্রজ্ঞাবান রাজনীতিবিদ তারেক রহমান সংস্কারের ৩১ দফায় খাল-নদী পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করে বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবিলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। নদী ও জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যা ও খরা প্রতিরোধে খাল-নদী পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুতের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ক্ষমতায় এলে তিতাস, মেঘনা, বিজনা, সিনাই, সালদা, কালিয়ারা, বুড়িবেস্টিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়াকে দেশের অন্যতম সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা সময়ের দাবি। এ ক্ষেত্রে কিছু বাস্তবসম্মত পরিকল্পনা বদলে দিতে পারে দৃশ্যপট।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ ও কৃষিনির্ভর উন্নয়ন দর্শনের আলোকে ব্রাহ্মণবাড়িয়ায় খাল পুনঃখনন ও আধুনিক জলসম্পদ ব্যবস্থাপনায় একটি বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করা অতীব জরুরি। লক্ষ্য—জেলার কৃষি উৎপাদন বাড়ানো, সেচ কার্যক্রম উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা।

ব্রাহ্মণবাড়িয়ার ৩৫টি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ পুনঃস্থাপন ও কৃষি উৎপাদনের গতি ফেরাতে হবে। এ খালগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কসবা উপজেলার কুটি জাজিয়ার জিয়া খাল। খালটি আওয়ামী লীগ দখলকারীদের দৌরাত্ম্যে অনেক জায়গায় বেদখল হয়ে গেছে। এ জিয়া খালসহ সব খালকে পুনরুদ্ধার করে সংস্কার করা অতীব জরুরি।

জেলার কৃষির চিত্র: সম্ভাবনা ও সংকট

ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট আয়তন ১৮৮১.২০ বর্গকিলোমিটার। জেলার আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় ১,৮০,০০০ হেক্টর, যার মধ্যে প্রায় ৬০ শতাংশ সেচনির্ভর। তবে বহু খাল, বিল ও জলাশয় দখল, পলি পড়া ও অপরিকল্পিত উন্নয়নের ফলে অকার্যকর হয়ে পড়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (BARC) ২০২৩ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলায় ধানের গড় উৎপাদন হেক্টরপ্রতি ৪.৬ টন। সঠিক সেচ ও পানি ব্যবস্থাপনা থাকলে উৎপাদন ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বিজয়নগর, কসবা, আখাউড়া, নাসিরনগর, সরাইলসহ নয়টি উপজেলায় বর্ষাকালে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষকের জীবন ও জীবিকা ব্যাহত হয়।

খাল ও নদী: সম্ভাবনার ধমনি

ব্রাহ্মণবাড়িয়া জেলায় রয়েছে একাধিক ছোট-বড় নদী ও খাল। এর মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো হলো—তিতাস, মেঘনা, বিজনা, সিনাই, সালদা, কালিয়ারা, বুড়ি ইত্যাদি। এ ছাড়া রাজার খাল, সাঙ্গুর খালসহ বহু খাল এখন পলি ও দখলে বন্ধ হয়ে আছে।

আশুগঞ্জ উপজেলায় রয়েছে একটি বড় নদী (মেঘনা), ৩১টি বিল ও অসংখ্য মৌসুমি প্লাবনভূমি। জেলার বিভিন্ন খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ, সেচ সুবিধা এবং মাছ চাষের নতুন সম্ভাবনা উন্মোচিত হতে পারে।

মাছ চাষ ও জলজ সম্পদ: ব্রাহ্মণবাড়িয়ায় মাছ উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। জেলার সরকারি পরিসংখ্যান অনুযায়ী বেসরকারি মাছের খামার ২৪৬টি। মোট আয়তন ৪০৬.১৪ হেক্টর। মাছ উৎপাদন ৪,৭২৫.৪২ টন। তিতাস নদীতে বর্তমানে প্রায় ৮৩টি মাছের প্রজাতি পাওয়া যায়, যার মধ্যে ভারতের আগরতলা থেকে একটি দূষিত বর্জ্যবাহী কালো পানি তিতাস নদীতে মেশার কারণে তিতাস নদীর পানি সম্পূর্ণ অক্সিজেন শূন্য হয়ে গেছে। যার ফলে অনেক প্রজাতির মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং আরও ১৯টি প্রজাতির মাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এবং তিতাসপাড়ের জনসাধারণ ভয়ংকর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।

পুনরুজ্জীবিত হচ্ছে জিয়ার উন্নয়ন দর্শন : রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ থেকে ১৯৮১ সালের মে মাস পর্যন্ত সারা দেশে দেড় হাজারের বেশি খাল খনন করা হয়। দৈর্ঘ্য প্রায় ২৬ হাজার কিলোমিটার। খাল খনন ছিল এক ধরনের সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব। এর ফলে গ্রামীণ জনগোষ্ঠী একতাবদ্ধ হয়েছিল। দল বেঁধে খাল খনন করা তাদের বিভিন্ন সামাজিক কাজে উদ্বুদ্ধ করেছিল। এতে সেচ, মৎস্য, পরিবেশ এবং গ্রামীণ অর্থনীতিতে বিপুল ইতিবাচক প্রভাব পড়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, গ্রামীণ উন্নয়নের মূল চাবিকাঠি কৃষি ও পানি। সেই দর্শনকে আধুনিক প্রযুক্তির আলোকে বাস্তবায়ন করে আগামী ১০ বছরে ব্রাহ্মণবাড়িয়াকে একটি কৃষি-অর্থনীতিনির্ভর মডেল জেলায় রূপান্তর করা সম্ভব।

দশ বছরমেয়াদি উন্নয়ন পরিকল্পনা

এ কর্মসূচি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-6: নিরাপদ পানি ও স্যানিটেশন, SDG-2: ক্ষুধামুক্তি ও খাদ্য নিরাপত্তা)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রস্তাবিত পরিকল্পনায় রয়েছে—খাল পুনঃখনন ও পলি অপসারণ; খালপাড়ে বাঁধ নির্মাণ ও ভাঙন প্রতিরোধ;

খালকেন্দ্রিক মাছ চাষ ও বৃক্ষরোপণ; স্থানীয় যুবকদের কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ; আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় ক্লাইমেট-অ্যাডাপটিভ মডেল বাস্তবায়ন।

বিশ্বব্যাংক ও FAO-এর একাধিক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার উপকূলীয় অঞ্চলে ক্ষুদ্র সেচ ব্যবস্থা ও খালপথ বড় বাঁধ প্রকল্পের চেয়ে অধিক টেকসই ও পরিবেশবান্ধব।

কৃষির বাইরেও রূপান্তরের দৃষ্টান্ত : এ কর্মসূচি কেবল কৃষি নয়, পরিবেশ, কর্মসংস্থান ও জলবায়ু অভিযোজনেও ব্রাহ্মণবাড়িয়াকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে একটি দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা সম্ভব। একটি ব্যালান্সড রুরাল ইকোনমি গড়া জরুরি। যেখানে পানি, মানুষ ও প্রকৃতি সমন্বয় করে চলবে।

লেখক: ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলেজের দেয়ালে গাড়ির ধাক্কা, বরসহ একই পরিবারের নিহত ৮

মাদকসেবনের অভিযোগ  / বিয়ে ভাঙার পর বর বললেন ‘আমি একটি চুইংগাম মুখে দিয়েছিলাম’  

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

জায়েদকে বিয়ে ও মা হওয়ার ইচ্ছার কথা জানালেন তিশা 

সারজিসের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার, যা জানাল রিউমর স্ক্যানার

৬ জেলায় ঝড়ের আভাস, টানা ৫ দিন যেসব জেলায় বৃষ্টি হতে পারে  

৪৫ মিনিটে ২৬ ফুট বাড়ল গুয়াদালুপে নদীর পানি, টেক্সাসে বহু প্রাণহানি

আয়া-নার্সের হাতে সন্তান প্রসব, কাল হলো নবজাতকের

ভারত থেকে অবৈধভাবে আসা ৩ সন্তানসহ গৃহবধূ আটক

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

১০

ইফতারের আগমুহূর্তে সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধার

১১

মদিনা থেকে ফিরেই চট্টগ্রামে রানওয়েতে আটকে গেল বিমান

১২

ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারলেন না ইরানি জেনারেল

১৩

আশুরার দিনে রোজা রাখলে মাফ হতে পারে এক বছরের গুনাহ

১৪

মানুষের সমস্যা সমাধান করাই আমাদের রাজনীতি : নাহিদ

১৫

আয়াতুল্লাহ খামেনি কি সত্যিই রাসূল (সা.)-এর বংশধর?

১৬

গিনেস বুকে স্থান করে নিয়েছেন ইরানের চুম্বক পুরুষ

১৭

মুরাদনগরে ট্রিপল মার্ডারের মামলায় গ্রেপ্তার ২

১৮

পিআর পদ্ধতিতে কেউ স্বৈরাচার হতে পারবে না : ফারুক হাসান

১৯

বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে আফঈদা-ঋতুপর্ণারা

২০
X