স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৯:৫৫ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

আল হিলালকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স

দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়েছে ফ্লুমিনেন্সের ফুটবলাররা। ছবি : সংগৃহীত
দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়েছে ফ্লুমিনেন্সের ফুটবলাররা। ছবি : সংগৃহীত

বিশ্ব ফুটবলের নতুন মর্যাদাপূর্ণ মঞ্চে নতুন চমকের জন্ম দিল ফ্লুমিনেন্স। মার্টিনেলি ও হেরকিউলিসের গোলের ওপর ভর করে সৌদি জায়ান্ট আল-হিলালকে ২-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। সেমিতে তাদের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট চেলসি।

শুরুতে ম্যাচ শুরুর আগেই একটি মর্মান্তিক ক্ষণ দেখা যায়। প্রয়াত দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন দুই দলের খেলোয়াড়রা। এরপর শুরু হয় এক সতর্কতামূলক লড়াই। প্রথম ১৮ মিনিটে কোনো উল্লেখযোগ্য আক্রমণ না দেখা গেলেও প্রথমার্ধের শেষভাগে নাটকীয়তা ছড়িয়ে দেন মার্টিনেলি।

৪০তম মিনিটে বাঁদিক থেকে বল কাট করে দারুণ গতিতে ঢুকে পড়েন মার্টিনেলি। বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। আল-হিলালের অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বোনো কেবল হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে আল-হিলাল সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল। কলিদু কুলিবালির হেড ঠেকিয়ে চমৎকার সেভ করেন ফ্লুমিনেন্স গোলকিপার ফ্যাবিও। এরপরই বিতর্কিত সিদ্ধান্ত— মার্কোস লিওনার্দো ডি-বক্সে পড়ে গেলে রেফারি পেনাল্টি দেন। তবে ভিএআর-এ দেখা যায়, বল পায়ে ছোঁয়ার আগে ফাউলের কিছুই ছিল না। সিদ্ধান্ত বদলে যান রেফারি।

বিরতি শেষে ফিরেই জ্বলে ওঠে আল-হিলাল। ৫১ মিনিটে রুবেন নেভেসের কর্নার থেকে কুলিবালির হেড লিওনার্দোর পায়ে লাগে, সেখান থেকেই গোল— ১-১।

কিন্তু সমতা বেশি সময় স্থায়ী হয়নি। পরিবর্তিত খেলোয়াড় হেরকিউলিস দ্বিতীয় রাউন্ডের মতো আবারও নায়ক। একবারের প্রচেষ্টা ব্যর্থ হলেও ফিরতি বল পেয়ে নিখুঁত শটে বোনোকে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

ভাগ্য সহায়ক হলো চেলসির, পালমেইরাসকে হারিয়ে সেমিতে

অন্যদিকে, চেলসি নিজেদের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের। ম্যাচে দারুণ শুরু করেছিলেন কোল পাল্মার। ১৬ মিনিটে দুর্দান্ত স্কিলে গোল করে এগিয়ে দেন দলকে। তবে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা এস্টেভাও (যিনি ভবিষ্যতে চেলসিতেই যোগ দেবেন) দ্বিতীয়ার্ধে একক নৈপুণ্যে ম্যাচে সমতা আনেন।

শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় জয় পায় ইংলিশ ক্লাবটি। মালো গুস্তোর ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারে লেগে জালে জড়িয়ে যায়— ২-১ গোলেই শেষ হয় ম্যাচ।

সেমিফাইনালে চেলসি বনাম ফ্লুমিনেন্স: ইউরোপ বনাম লাতিন আমেরিকার মহারণ!

ফ্লুমিনেন্সের ফর্ম ও সাহসিকতা দেখে স্পষ্ট, চেলসিকে সহজে ছাড় দেবে না তারা। দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই, অভিজ্ঞতার বিপরীতে উদ্দীপনা— কে হাসবে শেষ হাসি?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X