কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:১৬ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

সমন্বিত উদ্যোগ প্রয়োজন

সমন্বিত উদ্যোগ প্রয়োজন

রাজধানী ঢাকায় জনভোগান্তিমূলক সংকটের অভাব নেই। বর্ষা মৌসুমে সড়কের বেহাল তার মধ্যে একটি। প্রতি বছর এ সময় ঢাকার সড়কের দশা এবং তীব্র জনভোগান্তি পরিণত হয়েছে যেন এক সাধারণ বিষয়ে। সড়কের এ করুণদশার অন্যতম প্রধান কারণ সড়কের অনিয়মিত ও অপর্যাপ্ত মেরামত, উন্নয়নমূলক কাজে রাস্তা খোঁড়াখুঁড়ি, দুর্বল ড্রেনেজ ব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত যানচলাচল ইত্যাদি। বর্ষার আগে সড়ক মেরামতের তাগিদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয় না। দেখা যায়, সেই পুরোনো চিত্র—সড়কের তীব্র বেহাল আকার ধারণ। এতে রাস্তায় খানাখন্দ, জলাবদ্ধতা এবং যানজট বেড়ে যায়, যা জনদুর্ভোগ আরও প্রকট করে তোলে।

রোববার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বিস্তারিত চিত্রই তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুসারে, রাজধানীর দুই সিটি করপোরেশনের বিভিন্ন মূল সড়ক থেকে শুরু করে অনেক আবাসিক এলাকায় বিভিন্ন সড়কের করুণদশা বিরাজ করছে। রাজধানীর বড় সড়কগুলোর পাশাপাশি নগরীর বেশিরভাগ অলিগলিও ভরে গেছে খানাখন্দে। বিশেষ করে সিটি করপোরেশন এলাকায় নতুন সংযুক্ত এলাকাগুলোর অবস্থা বেশি নাজুক। সিটি করপোরেশনের পক্ষ থেকে নামমাত্র যে সংস্কার করা হচ্ছে, তা জনদুর্ভোগ লাঘবে কার্যকর হচ্ছে না। নগরের বিভিন্ন অঞ্চলে সড়কসহ অধিকাংশ অলিগলির সড়কের বেহাল অবস্থা। কোনোটা বছরখানেক সময় ধরে, আবার কোনোটা হয়তো পড়ে আছে কয়েক মাস ধরে একইরকম বেহাল অবস্থায়। প্রতিবেদনে রাজধানীর দয়াগঞ্জ অঞ্চলের চিত্রটি এভাবে বর্ণিত হয়েছে—দয়াগঞ্জ মোড় থেকে জুরাইন রেলগেট পর্যন্ত গেন্ডারিয়া নতুন সড়কটি প্রথম দেখায় মনে হতে পারে যেন খালে অথৈ পানি। সড়কের জায়গায় জায়গায় গর্তের আকার এত বড় যে, সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় কয়েক ফুট পানির নিচে। ভাঙা সড়কের মধ্যেই জলাবদ্ধতা থাকে কয়েক দিন। হেঁটে চলারও সুযোগ থাকে না। বিকল্প না থাকায় অবর্ণনীয় ভোগান্তি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছে লাখো মানুষ। এ ছাড়া একই পথ ব্যবহার করে প্রতিদিন চকবাজার ও বাদামতলীর পাইকারি বাজারে চলাচল করে পণ্যবাহী শত শত ট্রাক। তবে রাস্তার দুপাশের গর্তের কারণে দ্রুতগতিতে চলতে পারে না কোনো যানবাহনই। প্রায় একই চিত্র দুই সিটি করপোরেশনের বিভিন্ন মূল সড়ক থেকে শুরু করে অনেক আবাসিক এলাকায়। নানা সড়ক এবড়োখেবড়ো আর খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না করায় অনেক সড়কের বেশিরভাগ জায়গায় পিচ উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। রাস্তা উন্নয়নের নামে খনন করে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস। অনেক সড়কে যান চলাচল বন্ধ। মাঝেমধ্যে ইট-সুরকি বিছিয়ে অস্থায়ীভাবে মেরামতের চেষ্টা হলেও দুর্ভোগ কমছে না। বৃষ্টি আর জলাবদ্ধতায় কোথাও উঠে গেছে সড়কের বিটুমিন, ইট-সুরকি। ভাঙাচোরা সড়ক দিয়ে কোনোমতে চলছে যানবাহন। সীমাহীন ভোগান্তি মেনে নিয়েই চলতে হচ্ছে মানুষকে। এভাবে কোথাও কোনো উন্নয়ন প্রকল্প, কোথাও সড়ক সংস্কার আবার কোথাও ওয়াসার ড্রেন নির্মাণসহ নানা কাজে থমকে গেছে সড়কের গতি।

আমরা মনে করি, বর্ষাকালে ঢাকা শহরের সড়ক বেহাল এবং এর ফলে জনদুর্ভোগের পরিসমাপ্তি জরুরি। এটি করতে হলে সড়কে আরও বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার, সিটি করপোরেশন, উন্নয়ন প্রকল্পসহ সংশ্লিষ্টদের আন্তরিকতার বিকল্প নেই। সময়মতো কাজ শেষ করতে ঠিকাদারদের বাধ্য করা এবং নিয়মিত তদারকিসহ কিছু ক্ষেত্রে কঠোর হতে হবে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও দক্ষ কর্মীর বিষয়ে হতে হবে বাস্তবচিত। সর্বোপরি সড়কে যত ধরনের সংস্কারকাজ হয়, সেগুলোর মধ্যে অত্যাবশ্যকীয়ভাবে চাই সুপরিকল্পিত সমন্বয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান পালনের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার পরিবারের ৫৭৬ কোটি টাকা ফ্রিজ

ভারতে ঢুকেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পলাতক আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল স্থানীয় জনতা

পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ নিতে অস্বীকৃতি বাবার

পানিতে ফেলে যমজ মেয়েকে হত্যা করেন মা 

চব্বিশের পাতানো নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে ঐক্য নয় : জমিয়ত

ইসরায়েলে র‌্যাগিংয়ের নামে নবীন সেনাদের যৌন নির্যাতন, ৭ সিনিয়র আটক

মুরাদনগরের সেই নারীর ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ ৫ দিনের রিমান্ডে

পরিবেশবান্ধব ভাস্কর্যের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিল কক্সবাজার কমিউনিটি অ্যালায়েন্স

১০

এসএসসির ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা থাকছে না : শিক্ষা মন্ত্রণালয়

১১

ভারি বর্ষণে যমুনায় বাড়ছে পানি

১২

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

১৩

সেমির আগে রিয়াল মাদ্রিদের বিমান দুর্ভোগ, প্রস্তুতি নিয়ে চরম বিশৃঙ্খলা

১৪

এরদোয়ানকে অপমান করায় তুরস্কে ইলন মাস্কের চ্যাটবট ব্লক

১৫

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ প্রসঙ্গ

১৬

জবির ইসলামের ইতিহাস বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি খলিল, সম্পাদক মামুন

১৭

বিএমইউতে এআই রোবট দেবে ফিজিওথেরাপি, চালু হচ্ছে কাল

১৮

বিয়ে করতে চান সালমান খান

১৯

চট্টগ্রামে টানা বৃষ্টিতে জলজট, পাহাড়ধসের শঙ্কা

২০
X