কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫২ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৮ এএম
প্রিন্ট সংস্করণ
চারদিক

ড্রেন আর নালা যেন মৃত্যুকূপ

ড্রেন আর নালা যেন মৃত্যুকূপ

বলছিলাম চট্টগ্রামের নালা ও ড্রেনের সংস্কার ব্যবস্থা নিয়ে। এ মাসের শুরুর দিকে চট্টগ্রাম উত্তর আগ্রাবাদে দুই বছরের ইয়াসিন হয়তো একটু খেলতে বাসা থেকে বের হয়েছে। এই বের হওয়া যেন কাল হয়ে দাঁড়িয়েছে। নালায় পড়ে যাওয়ার ১৭ ঘণ্টা পর মিলেছে ছোট্ট ইয়াসিনের লাশ। এলাকার মানুষ বলছেন, দীর্ঘ সময় এ নালাগুলো পরিষ্কার না করা এবং নালার ওপর স্ল্যাব না দেওয়ার কারণেই এমন দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্তারা বলছেন, মানুষের সচেতনতার অভাবে এরকম দুর্ঘটনা ঘটছে। আমার প্রশ্ন, দুই বছরের ইয়াসিন কে কি সচেতনতার শিক্ষা দেওয়া যেত? আরেকটি ঘটনা নিশ্চয়ই মনে আছে, চট্টগ্রাম মুরাদপুরের সবজি ব্যবসায়ী সালেহ আহমদের কথা। গত বছর ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান তিনি। তারপর দীর্ঘদিন ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তার লাশ উদ্ধার করতে পারেনি। এ ঘটনার এক মাস যেতে না যেতেই ২৭ সেপ্টেম্বর নগরীর আগ্রাবাদে নালায় পড়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ওইদিন রাত ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জেক্স মার্কেটের সামনে নালায় পড়ে যান ওই ছাত্রী। রাত ২টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। চশমা কিনতে গিয়ে নালায় পড়ে প্রাণ দিয়েছেন সাদিয়া। যদিও সাদিয়ার মৃত্যুর ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কেউই দায় স্বীকার করেনি। উভয় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, মেয়েটি অসাবধানতাবশত গার্ডারের ওপর দিয়ে হাঁটতে গিয়ে পা পিছলে নালায় পড়ে মারা যায় এবং এটিকে তারা দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। তবে চট্টগ্রাম জেলা প্রশাসনের তদন্তে বলা হয়েছে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ফুটপাত সংস্কারের সময় নালার ওপরের অংশ সংস্কার করে অথবা নালাটির সম্মুখ অংশ সুরক্ষিত করলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। তাহলে আমরা কি এসব দুর্ঘটনার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দায়ী করতে পারি না? এভাবে একের পর এক তাজা প্রাণ চলে যাচ্ছে। তারপরও কেন কর্তৃপক্ষ এসব বিষয় নিয়ে পরিকল্পিত কাজ করছেন না এটাই বিস্ময়ের। সর্বোপরি আমরা এমন একটি সুন্দর চট্টগ্রাম শহর চাই, যেখানে আর কোনো ইয়াসিন, সাদিয়ার প্রাণনাশের সম্ভাবনা না থাকে। চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কাছে আমরা পরিকল্পিত নগরায়ণ আশা করছি, কোনো ইয়াসিনের লাশ নয়।

মো. রাকিব, ইংরেজি বিভাগ

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১০

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১১

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

১২

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

১৩

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১৪

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

১৫

‘মব’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে ছাত্রশিবির, অভিযোগ ছাত্রদলের 

১৬

লর্ডসে ব্যর্থ জাদেজার বীরত্ব, ইংল্যান্ডের নাটকীয় জয়

১৭

গমের ব্লাস্ট রোগ দমনে গাকৃবিতে হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮

শুটিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল স্টান্টম্যানের

১৯

প্রেমের টানে ভারতে গিয়ে বিপাকে বাংলাদেশি নারী

২০
X