সম্পাদকীয়
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:১৫ এএম
প্রিন্ট সংস্করণ
টাইটান অভিযানের মর্মান্তিক পরিসমাপ্তি

বন্ধ হোক প্রাণঘাতী দুঃসাহসিক অভিযাত্রা

বন্ধ হোক প্রাণঘাতী দুঃসাহসিক অভিযাত্রা

সারা বিশ্বের মানুষের নজরে থাকা ডুবোজাহাজ টাইটানের উদ্ধার অভিযানের পর্দা নেমেছে শুক্রবার। সেইসঙ্গে পরিসমাপ্তি ঘটেছে মর্মান্তিক অপেক্ষা এবং উৎকণ্ঠার। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের ফার্স্ট ডিস্ট্রিক কমান্ডার রিয়াল অ্যাডমিরাল জন ম্যাগারে জানিয়েছেন, টাইটান সাবমার্সিবলের একটি অংশ খুঁজে পাওয়া গেছে, যা টাইটানিকের ঠিক ১৬০০ ফুট গভীরে সমুদ্রের তলদেশে ছিল। একই সঙ্গে অন্যান্য অংশও খুঁজে পাওয়া গেছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে তারা জানতে পেরেছেন, এগুলো পেশার চেম্বারের অংশ বিশেষ, যা আকস্মিক কোনো ভয়াবহ বিপর্যয় থেকে হয়েছে। এরপর সঙ্গে সঙ্গে তারা অভিযাত্রীদের পরিবারকে বিষয়টি জানিয়েছেন।

অভিযানটি যারা পরিচালনা করছিল সেই আমেরিকান ডাইভিং কোম্পানি ওশানগেইট এক বিবৃতিতে জানায়, ‘এখন আমরা বলতে পারি যে, আমাদের প্রধান নির্বাহী স্টকটন রাশ, শাহজাদা দাউদ এবং তার পুত্র সুলেমান দাউন, হ্যামিশ হার্ডিং ও পল অঁরি নাজোলে আর নেই।

গত রোববার যাত্রা শুরু করে স্থানীয় সময় সকাল ৮টায় এটা যেখানে টাইটানিক ডুবে আছে আটলান্টিক মহাসাগরের সেই অংশ মূল জাহাজ পোলার প্রিন্স থেকে যাত্রা শুরু করে। কিন্তু নিচে নামার এক ঘণ্টা ৪৫ মিনিটের মাথায় মূল জাহাজের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোস্টগার্ড বলেছে, এরপর ৮ ঘণ্টা পর তাদের জানানো হয় যে, টাইটান সাবমার্সিবল খুঁজে পাওয়া যাচ্ছে না। শুরু হয় যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্ধার অভিযান। এর মধ্যে টাইটান নিয়ে নানা খবর আসতে থাকে। এটার অক্সিজেন স্বল্পতা, অনুমোদন না থাকা, সারা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্রে চলে আসে টাইটান। উদ্ধার অভিযান চলতে থাকে সমুদ্রের ২০ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে। কানাডিয়ান জাহাজ থেকে রোবটিক ডুবুরি যান সমুদ্রের তলদেশে গিয়ে টাইটানের অংশবিশেষ আবিষ্কার করে। এরপর কর্তৃপক্ষ বুঝতে পারে, একটি বিপর্যয় ঘটে গিয়েছে। তবে ঠিক কখন, কোন জায়গায় এবং কীভাবে এটি বিস্ফোরিত হয়েছে—তা এখনো বলতে পারেনি কোস্টগার্ড। এ ছাড়া কোনো মৃতদেহ উদ্ধার করা যাবে কি না, এ ব্যাপারেও নিশ্চিত নন তারা। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, পানির প্রচণ্ড চাপেই কোনো বিপর্যয় ঘটে থাকতে পারে। গভীর সমুদ্রে পানির চাপ এতটাই মারাত্মক যে, যদি কোনো কিছুতে ত্রুটি-বিচ্যুতি ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে তা ধ্বংস হয়ে যাবে। হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা জেমস ক্যামেইরুন একাধিকবার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে অভিযানে গিয়েছেন। তিনি বলেছেন, তিনি যখন প্রথম খবরটি পান, তখনই তিনি এরকম ভয়ংকর কিছু অনুমান করেছিলেন। বুঝতে পেরেছিলেন টাইটান আর নেই। তবে টাইটানের অভিযাত্রী পল-অঁরি নারজিওলের মেয়ে সিদোনি নারজিওলে বলেছেন, তিনি যেখানেই আছেন, আনন্দে আছেন। আমি আশা করি এ থেকে ভালো কিছু বের হয়ে আসবে। নিখোঁজ হওয়া টাইটান ডুবোযানটি যে কোম্পানি চালায়, সেই ওশানগেইটের এক সাবেক কর্মকর্তা ২০১৮ সালেই এর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রের আদালতের কিছু নথিতে দেখা যায়, কোম্পানিটির মেরিন অপারেশনের পরিচালক এক প্রতিবেদনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ফলে গভীর সমুদ্রে এমন অভিযান চালু থাকা উচিত কি না, এ নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। পাঁচ আরোহীর মৃত্যুতে সারা বিশ্বের মানুষের মতো তিনিও শোকাহত। সেইসঙ্গে আমরা মনে করি, শুধু আনন্দ উপভোগের জন্য এ ধরনের প্রাণঘাতী দুঃসাহসিক অভিযান বন্ধ হওয়া প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামীর জন্য বিনিয়োগ : সিঙ্গার বাংলাদেশের নতুন যুগ

মদিনায় ২১ লাখ বৃক্ষরোপণ করল সৌদি সরকার

এবার নিশিরাতে নির্বাচন করতে দেব না : তারেক রহমান

ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, গৃহকর্মী পলাতক

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ১২ ফেব্রুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ : হাবিব

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’

পিটিয়ে মানুষ হত্যাকারীদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় : গোলাম পরওয়ার

প্রেমিক বিবাহিত, সন্তানও আছে! গোপন তথ্য ফাঁস করল চ্যাটজিপিটি

টেলিগ্রামে গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারকারী গ্রেপ্তার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

১০

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

১১

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আজারবাইজান

১২

‘বি’ ইউনিটের মাধ্যমে শেষ জবির ভর্তি পরীক্ষা

১৩

ক্ষমতার রাজনীতি করতে আসিনি : মান্নান

১৪

ঘুম থেকে উঠে মানুষ নাম নেয় আল্লাহর, একজন নেন আমার : মির্জা আব্বাস

১৫

প্যারাডাইস ল্যান্ডের ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৬

নিজের ছাড়া অন্যের ভোটের দিকে হাত বাড়াবেন না : জামায়াত আমির

১৭

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সরকারি বাসা ছেড়েছি : আসিফ মাহমুদ

১৮

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠিত

১৯

কোনো ট্রিটমেন্ট ছাড়াই ত্বক উজ্জ্বল রাখতে যা খাবেন

২০
X