কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৯:১৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

মাদকমুক্ত হোক ডক্টরস হল!

মাদকমুক্ত হোক ডক্টরস হল!

ডাক্তারি এক মহৎ পেশা। অন্যদিকে মানুষের মৌলিক অধিকারেরও একটি গুরুত্বপূর্ণ অধিকার হলো চিকিৎসাসেবা পাওয়া। চিকিৎসকদের মধ্যে নীতিনিষ্ঠা, মানবিকতা, সদাচার, কর্তব্যপরায়ণতা এসব গুণের সমন্বয় থাকা প্রয়োজন। একজন চিকিৎসককে ভাবতে হবে, মানুষের অসুস্থ ও দুর্বল সময়ে তারাই যেন অসহায়ের সহায়। চিকিৎসকরাই মানুষের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এগিয়ে আসতে সামর্থ্য রাখেন। নিকট অতীতে করোনা মহামারির সময়ে যখন পুরো বিশ্ব ছিল স্থবির, ঠিক সে সময় সম্মুখসারির যোদ্ধা হয়ে লড়াই করেছেন আমাদের মহান চিকিৎসকরা। নিজেদের জীবনবাজি রেখে সেবা দিয়েছেন সাধারণ রোগীদের। মৃত্যুকে পরোয়া না করে ভয়ংকর এক প্রাণঘাতী ভাইরাসের সঙ্গে লড়াই করেছেন দিনের পর দিন। রোগীর প্রতি চিকিৎসকের আচরণ রোগীকে যেমন আত্মবিশ্বাস ও সাহস জোগায়, বিপরীতে হতাশাগ্রস্তও করতে পারে। সৌজন্যপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও সহানুভূতিশীল আচরণই রোগীকে আত্মবিশ্বাসী হতে সহায়তা করে। কিন্তু দুঃখের বিষয় এই যে, খোদ ডাক্তারদের বিরুদ্ধেরই এখন মাদকাসক্তির অভিযোগ উঠছে। ফলে এই সব মাদকাসক্ত ডাক্তারদের নিকট থেকে যে রোগীরা স্বাভাবিক আচরণ পাবে না একথা বলাই বাহুল্য। আরও হতাশার খবর হলো ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডক্টরস হলে প্রকাশ্যেই চলছে মাদক সেবন। গত ২২ জুন কালবেলায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তারি করছেন এবং ডাক্তারি পড়ছেন তারা অনেকেই শরীরে নিচ্ছেন ভয়ংকর নেশা প্যাথেড্রিন। ডক্টরস হলে নারী এনে অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে কারও কারও বিরুদ্ধে। এসব অপকর্ম ঢাকতে হলের বিভিন্ন স্থানে লাগানো সিসিটিভির সংযোগ খুলে রেখেছেন তারা। হলের বাথরুম, ছাদসহ সবখানেই মাদক সেবনের আলামত পাওয়া গেছে। তবে আশার কথা এই যে, এসব অপকর্মের বিষয়ে গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ডক্টরস হলে যাতে রানিং মেডিকেল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ থাকতে না পারে, সেজন্য ব্যবস্থা নিতে বলেছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। এরই মধ্যে শুক্রবার সন্ধ্যায় হল থেকে নেশার দ্রব্যসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন আব্দুস সামাদ ও শুভ সোম। তবে তারা বহিরাগত বলে দাবি হল কর্তৃপক্ষের। আটকের পর বিএসএমএমইউ প্রশাসনের উদ্যোগে তাদের দুজনের ডোপ টেস্ট করানো হয়। ডোপ টেস্টে তাদের দুজনের শরীরেই উচ্চমাত্রার প্যাথেড্রিন গ্রহণের প্রমাণ মিলেছে। হলের অব্যবস্থাপনা ও আবাসন ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সুপারিশ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। হলের নানা রকমের অব্যবস্থাপনা ও হলের আধুনিকায়নের জন্য বেশ কিছু সুপারিশ করার লক্ষ্যে এ সভা ডাকা হয়েছে। ডক্টরস হলের নানা বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে।

চিকিৎসকদের বিরুদ্ধে এমন অভিযোগ কোনো বিবেচনাতেই মেনে নেওয়া যায় না। আমাদের সমাজের সকল স্তরে যে পচন ধরেছে, এটা সেই ধারাবাহিকতার অংশ বৈকি! এখন কথা হচ্ছে চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিক্ষক যদি বিপথে যান, তাহলে সাধারণ অসহায় মানুষের দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। আমরা যদি একটি সুষ্ঠু, স্বাভাবিক, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে এ অবস্থার অবসান জরুরি। সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছে অবৈধভাবে টাকা আয়ের প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা গোটা সমাজ ব্যবস্থাকে ভারসাম্যহীন করে তুলছে। যে কোনো উপায়ে এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে। শুধু বিষবৃক্ষের উৎপাটন নয়, ভূমিরও আমূল সংস্কার জরুরি। অন্যথায় বিদ্যমান অবস্থা চলতেই থাকবে এবং পরিস্থিতি দিনে দিনে আরও খারাপের দিকে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে : সেলিমা রহমান

এসএ২০ নিলামে সাকিব–মোস্তাফিজসহ ১৪ ক্রিকেটার

প্রবাসী বাংলাদেশির মেয়েকে হত্যায় ইতালিতে বিক্ষোভ

সংঘর্ষের ৪৪ ঘণ্টা পর মামলা করতে থানায় চবি প্রশাসন

চট্টগ্রামে শেখ হাসিনাসহ ১৮২ জনের বিরুদ্ধে মামলা

হেসে খেলে ডাচদের হারিয়ে সিরিজ জিতে নিল টাইগাররা

‘জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় এসেছে’

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এনসিটিবির কড়া সতর্কতা

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট মাল্টিমিডিয়া সাংবাদিকদের

মহাখালী ক্যানসার হাসপাতালে ১ কোটি টাকা অনুদান দিল জামায়াত

১০

চবি ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি, সময় বাড়ল আরও একদিন

১১

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিক চিকিৎসা ফ্রি হবে : খসরু

১২

ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ইশতেহার ঘোষণা

১৩

ঘুম থেকে উঠেই বিছানা পরিষ্কার করা ভালো নাকি খারাপ, যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

নৌ-পুলিশের অচল স্পিডবোটের জন্য বরাদ্দ ২০০ লিটার তেল!

১৫

‘আমি নাকি গে!’ গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার

১৬

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু

১৭

নৌপরিবহন অধিদপ্তরের পরীক্ষায় জালিয়াতি, প্রতারক গ্রেপ্তার 

১৮

মুন্সীগঞ্জে একদিনেই মিলল তিন মরদেহ

১৯

ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি রহমত আলী আটক

২০
X