শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে স্বাধীনতা কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংস অ্যারেনায় নির্ধারিত সময় গোলশূন্য এবং অতিরিক্ত সময় শেষ হয় ১-১ সমতায়। ম্যাচ ছিল টানটান উত্তেজনায় ভরপুর। তা কখনো মাঠ ছাপিয়ে ডাগআউটে ছড়িয়েছে। তেমনি এক ঘটনায় মার্চিং অর্ডারে ডাগআউট ছাড়তে হয় আবাহনী ম্যানেজার নজরুল ইসলামকে। ৯৪ মিনিটে ওয়াশিংটনের লম্বা করে বাড়ানো বল এনামুল গাজীর পা ঘুরে জোনাথন ফার্নান্দেজের কাছে আসে। এ মিডফিল্ডার আবাহনীকে এগিয়ে নিতে ভুল করেননি। ১০৫ মিনিটে ব্রাজিলিয়ান প্লে-মেকার ইগোর লেইতের ফ্রি-কিক গোলে সমতায় আসে শেখ জামাল। আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে রহমতগঞ্জ। রহমতগঞ্জের দুটি গোলই করেন স্যামুয়েল কেনি, পুলিশের হয়ে গোল করেন অ্যাদিস ইবারগুয়েন।