ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে অবসরে যাওয়ার সুবিধার্থে দায়িত্ব থেকে সরিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে দেওয়া পত্রে তিনি ঢাকা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোথাও পদায়নের অনুরোধ করেছিলেন। তবে সে সময় তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি মন্ত্রণালয়। পদত্যাগপত্র দেওয়ার প্রায় দুই মাস পর অবশেষে তপন কুমার সরকারকে ঢাকা বোর্ড থেকে সরিয়ে নিল শিক্ষা মন্ত্রণালয়।