কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

রবীন্দ্রনাথের ম্যুরালে কালি দিল কে

কুষ্টিয়া
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে স্থাপিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল কালি দিয়ে ঢেকে বিকৃত করার ঘটনা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত না হলেও স্থানীয় প্রশাসন বলছে, এটি দুর্বৃত্তদের কাজ এবং তাদের শনাক্তে তৎপরতা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাংস্কৃতিক অঙ্গন ও সচেতন নাগরিক সমাজে।

স্থানীয় সূত্র জানায়, ২০১৫ সালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জিলাপিতলা এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ম্যুরাল নির্মাণ করে উপজেলা প্রশাসন। এর উদ্বোধন করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যুরাল বিকৃতির ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। তিনি জানান, ‘‘ম্যুরালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং ‘রবীন্দ্রনাথ’ ও ‘ঠাকুর’ লেখার বানান বিকৃত করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কালি মুছে ফেলা হয়েছে এবং দোষীদের চিহ্নিত করতে প্রশাসন কাজ করছে।”

স্থানীয় কবি ও সাহিত্যিক লিটন আব্বাস বলেন, ‘এ কালি শুধু রবীন্দ্রনাথের মুখে নয়, বরং পুরো বাঙালি জাতির মুখে দেওয়া হয়েছে। যারা এই ন্যক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

ঐতিহ্য পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী দেওয়ান আখতারুজ্জামান বলেন, ‘এ ধরনের ঘটনা আমরা কখনো প্রত্যাশা করি না। প্রশাসনের নজরদারির অভাবেই এসব ঘটছে।’ তিনি অভিযোগ

করেন, কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় আগেও এ ধরনের ঘটনা ঘটেছে; কিন্তু প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় তা থেমে থাকেনি।

সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, ‘এর আগে কুমারখালীতে বিপ্লবী বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর এবং রবীন্দ্রনাথের তরবারি চুরির ঘটনাও ঘটেছে। এবার রবীন্দ্রনাথের ম্যুরাল বিকৃত করা হলো। এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক।’

সাংস্কৃতিক কর্মী রজনক রিজভী বলেন, ‘এই ঘটনা বাংলা সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। এটি একটি গভীর ষড়যন্ত্র, যার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক শিকড় দুর্বল করার অপচেষ্টা চলছে।’

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, ‘বৃহস্পতিবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও দোষীদের শনাক্তে একাধিক পুলিশ টিম কাজ করছে।’

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম বলেন, ‘ঈদের ছুটির সময় সুযোগ নিয়ে হয়তো কেউ এ কাজ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কালি অপসারণ করা হয়েছে। কে বা কারা এটি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানের বিপক্ষে ড্রয়ে শিরোপার স্বপ্ন ফিকে বাংলাদেশের

ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

বিশেষ সম্মাননা পেলেন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী

অতিরিক্ত সিমের রেজিস্ট্রেশন নিয়ে চিন্তিত? বাতিলের সহজ পদ্ধতি জেনে নিন

‘আ.লীগের কোনো দোসর যেন কমিটিতে না আসে’

ফ্যাসিবাদকে চূড়ান্তভাবে পরাজিত করতে নির্বাচন অবাধ-সুষ্ঠু হতে হবে : সাকি

হত্যার বদলা নিতে হত্যা, গ্রেপ্তার ৩

নির্বাচনী রোডম্যাপ জনগণের সঙ্গে তামাশা : বাংলাদেশ খেলাফত মজলিস

ডাকসু নির্বাচন / ‘ব্যালট নম্বর ৩২’ নিয়ে অভিনব প্রচারণা নারী প্রার্থীর

মিয়ানমার জলসীমায় প্রবেশ, ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড

১০

ওসমান হাদীর পোস্টে সারজিস লিখলেন, ‘এ লড়াই আপনার একার নয়’

১১

সন্ধ্যায় দুধ চা না লেবু চা— কোনটা খাবেন আর কেন?

১২

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫

১৩

কর্ণফুলী টানেল লোকসানি প্রকল্পে পরিণত হয়েছে : চসিক মেয়র

১৪

গোলাপগঞ্জে চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক, অতঃপর...

১৫

‘সোনাই মাধব’ নাটকের ২০২তম মঞ্চায়ন

১৬

‘আমরা দুই, আমাদের তিন’- নীতিতে চলতে বললেন আরএসএস নেতা

১৭

নেশার টাকার জন্য ভাতিজার হাতে ফুফু খুন

১৮

কয়রায় আ.লীগের নেতাকর্মীদের নিয়ে সভা, মুচলেকায় মুক্ত উপ-পরিচালক

১৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৬৫ জন

২০
X