শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রথম দিনে কে কীভাবে প্রচার শুরু করলেন

ডাকসু নির্বাচন
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত
ডাকসু ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্যানেলগুলো তাদের প্রচার কার্যক্রম সূচনা করেছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রার্থীদের কাছে আচরণবিধি ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনার। সেখানে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টায় ছাত্রদল সমর্থিত প্যানেল ঢাবির ভিসি চত্বরে মহান একাত্তরের শহীদদের স্মৃতিফলক ‘স্মৃতি চিরন্তনে’ শ্রদ্ধা জানিয়ে তাদের কার্যক্রম শুরু করে। সে সময় ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য সম্পাদক প্রার্থী ও সদস্য উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘আমরা ১৯ আগস্ট জুলাই শহীদদের স্মরণ করে তাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। আজ মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি স্মরণ করে তাদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রচার শুরু করছি।’

এদিকে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রচার কার্যক্রম শুরু করে বাম সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’। এ প্যানেল থেকে ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস প্রার্থী মেঘমল্লার বসু এবং এজিএস প্রার্থী মো. জাবির আহমেদ জুবেলের নেতৃত্বে প্যানেলটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এ প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন মোজাম্মেল হক বলেন, ‘ফুলবাড়ি অভ্যুত্থান দিবস ছিল; তাই আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানালাম। এরপর আমরা সামাজিক বিজ্ঞান ভবনের সামনে গিয়েছি। সেখান থেকে ভিসি চত্বর এবং রোকেয়া হল। শিক্ষার্থীদের মধ্য থেকে আমরা বেশ ভালো সাড়া (রেসপন্স) পাচ্ছি।’

এদিকে দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে নির্বাচনী প্রচার শুরু করেছে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’। সেখানে এ প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়াসহ প্যানেলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উমামা ফাতেমা বলেন, ‘ডাকসু যেন নিয়মিত এবং অনাড়ম্বরভাবে আয়োজিত হতে পারে, সেটি প্রশাসনকে দেখতে হবে। প্রচার-প্রচারণা এমনভাবে করব, যেন শিক্ষার্থীদের নিয়মিত কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটে। অনেক প্রার্থী ১০ থেকে ১৫ দিন আগ থেকেই অলিখিতভাবে প্রচার করেছেন। আমরা বারবার বললেও প্রশাসন ব্যবস্থা নেয়নি। আমরা আশা করব, যে বিধিমালা তারা দিয়েছে, সেখানে যেন প্রশাসন থাকে।’

নির্বাচন বানচাল হওয়ার কোনো শঙ্কা দেখছেন কি না, জানতে চাইলে এই প্যানেলের জিএস প্রার্থী আল সাদি ভূঁইয়া বলেন, ‘আমরা শঙ্কা দেখছি। কারণ শিক্ষার্থীরা যেন তাদের প্রতিনিধি না পান; তাই এক গোষ্ঠীর লোকজন কাজ করছে।’

দুপুর থেকে কার্যক্রম শুরু করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় তারা কার্যক্রম শুরু করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভিপি প্রার্থী সাদিক কায়েম। তিনি বলেন, ‘আমরা কেমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই, সে রূপরেখা শিক্ষার্থীদের দেওয়া উচিত। কিন্তু আমরা যদি প্রোপাগান্ডা করি, ট্যাগিং এবং ফ্রেমিংয়ের রাজনীতি করি, তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মোদ্দাসসীর চৌধুরী কেন্দ্রীয় লাইব্রেরির সামনে প্রচারের কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১০

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

১১

২৪ ঘণ্টার আলটিমেটাম দিল গণঅধিকার পরিষদ

১২

ইংল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৩

নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস কোচ

১৪

‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা

১৫

‘নুরের ওপর হামলা পক্ষান্তরে জুলাই অভ্যুত্থানের ওপর হামলা’

১৬

লজ্জাবতী বানরের প্রধান খাদ্য জিগার গাছের আঠা!

১৭

নুরের শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন রাশেদ

১৮

আকাশ বহুমুখী সমবায় সমিতি ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৯

শ্রীমঙ্গলে পর্যটক নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ 

২০
X