

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি নির্বাচনী এলাকায় প্রার্থীদের জয় পরাজয়ে ভূমিকা রাখবেন নারী ভোটাররা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভোটের দিন নারী ভোটার যদি কেন্দ্রে উপস্থিত হন, তবে অনেক আসনের ফল পাল্টে যাবে। কারণ, এ জেলায় মোট ভোটারের অর্ধেকের বেশিই নারী।
ইসি সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলা নিয়ে গঠিত সাতটি সংসদীয় আসনে মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ জন এবং নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৪২ জন। এ হিসেবে বগুড়ায় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি ১৯ হাজার ৯৪৬ জন।
বগুড়া সিনিয়র জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৬ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৬ হাজার ৮৭৩ জন, নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭১৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। এ আসনে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি ২ হাজার ৮৪৪ জন।
শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৪৯৯ জন, নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৬৫১ জন এবং তৃতীয় লিঙ্গের পাঁচজন। এ আসনে পুরুষ ভোটার বেশি ৮৪৪ জন।
আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ১৭৩ জন। পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৩৪৭, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৮২৩ ও তৃতীয় লিঙ্গের তিনজন। এ আসনে ৪৭৬ জন নারী ভোটার বেশি রয়েছে।
কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসনে ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৮ হাজার ৯৮৫, নারী ১ লাখ ৮০ হাজার ৫৩০ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার আটজন। এ আসনে ১ হাজার ৫৪৫ জন নারী ভোটার বেশি।
শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসনে মোট ভোটার ৫ লাখ ৭২ হাজার ৩৪০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮১ হাজার ২৮৭, নারী ২ লাখ ৯১ হাজার ৪৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছয়জন। এ আসনে নারী ভোটার বেশি ৯ হাজার ৭৬০ জন।
বগুড়া সদর উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার ১৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া-৬ (সদর) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন ও তৃতীয় লিঙ্গের ১০ জন। এ আসনে ৮ হাজার ৪৪১ জন নারী ভোটার বেশি।
জেলার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৭০ জন, নারী ভোটার ২ লাখ ৬৮ হাজার ১৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। এ আসনে নারীর চেয়ে পুরুষ ভোটার ২ হাজার ৫৩ জন বেশি।
বগুড়ার নামুজা ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম বলেন, ‘নারী ভোটাররা বরাবরই ভোট দিতে আগ্রহী। যদি ভোটের সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত কার যায়, তাহলেই দল বেঁধে নারীরা ভোট দিতে আসবেন। এমনকি তাদের ভোটেই অনেক কেন্দ্রে ফল নির্ধারিত হবে।
বগুড়ার সুশাসনের জন্য প্রচারাভিযানের সাধারণ সম্পাদক কেজি ফারুক বলেন, নারী ভোটাররা কেন্দ্রে ভোট দিতে আসতে পারলে অনেক আসনের ফল বদলে যেতে পারে।
এরই মধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র সংস্কার ও সিসি ক্যামেরা বসানোর কাজ করছে নির্বাচন কমিশন।
ভোটার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, সর্বশেষ ভোটার তালিকায় প্রায় এক লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে এবং বাদ পড়েছে অর্ধ লাখ।
বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণে বিচারিক আদালত কাজ করছেন। যে কোনো তথ্য দিয়ে সহযোগিতার করার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন