কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০২:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

গ্রীষ্মকালীন ছুটি বাতিলে ক্ষোভ শিক্ষক অভিভাবকদের

কাল থেকে যথারীতি ক্লাস
গ্রীষ্মকালীন ছুটি বাতিলে ক্ষোভ শিক্ষক অভিভাবকদের

মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের লাগাতার আন্দোলনের মধ্যেই চলতি বছরের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করেছে সরকার। এই ছুটি শীতকালীন ছুটির সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে সরকারের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। ছুটিতে ব্যক্তিগত অনেক কাজ করার পরিকল্পনা করেছিলেন তারা। শিক্ষক নেতাদের মতে, জাতীয়করণের আন্দোলন দমাতেই এ ‘হঠকারি সিদ্ধান্ত’। শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে ২ আগস্ট পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন ছুটি থাকার কথা ছিল। সে অনুযায়ী, অনেক বিদ্যালয় ছুটির ঘোষণাও দিয়েছে। কিন্তু ছুটি শুরুর একদিন আগে বাতিল করে ক্লাস চালু রাখার ঘোষণা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গত বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানান। পরে সে সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। ছুটি বাতিলের কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে। কাজেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বার্ষিক পরীক্ষা নভেম্বরের শেষের মধ্যে শেষ করে ফেলতে হবে। সে কারণে গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ফলে আগামীকাল রোববার থেকে যথারীতি ক্লাস হবে। বেশিরভাগ স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটির নোটিশ দেওয়া হয় এক সপ্তাহ আগে। ফলে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাই এ ছুটি নিয়ে বিশেষ পরিকল্পনা করে থাকেন। এবারের ছুটিতেও তেমন পরিকল্পনাই ছিল অনেকের। কিন্তু হঠাৎ করে ছুটি বাতিল হওয়ায় বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। তাদের মতে, ছুটি শুরুর একদিন আগে এভাবে ছুটি বাতিল করা কোনোভাবেই কাম্য নয়। রাজধানীর হাজারীবাগের সিয়াম আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আফসানার মা তাসলিমা আক্তার কালবেলাকে বলেন, ঈদে ছুটি কম থাকায় আর যানবাহনের চাপ বেশি থাকায় গ্রামের বাড়িতে যাইনি। গ্রীষ্মকালীন ছুটির সূচি অনুযায়ী কিছুদিন আগে বাড়িতে আসি। এখন শনিবারেই (আজ) বাধ্য হয়ে ঢাকায় আসতে হচ্ছে। আগে থেকে জানালে হয়তো বিকল্প সিদ্ধান্ত নিতে পারতাম। একই স্কুলের কেজি শ্রেণিতে পড়ে রাফসান বিন নূর। গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগেই মায়ের সঙ্গে কুমিল্লার মুরাদনগরে নানাবাড়িতে চলে যায় সে। হঠাৎ ছুটি বাতিল করায় বিপাকে পড়ে নূরের পরিবার। বাধ্য হয়েই ঢাকা থেকে শুক্রবার বিকেলে কুমিল্লার উদ্দেশে রওনা হন তার বাবা বেসরকারি চাকরিজীবী ফয়সাল বিন নূর। তিনি কালবেলাকে বলেন, সিদ্ধান্তটা আমার কাছে অপরিকল্পিত মনে হয়েছে। এসব সিদ্ধান্ত আমাদের জন্য ভোগান্তির কারণ—এটিও সরকারের বুঝতে হবে। প্রতিষ্ঠানের একজন শিক্ষক জানান, সরকারি কোনো সিদ্ধান্ত এলে তাদের সভা করে সেখানে জানানো হয়; কিন্তু ছুটির বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের জানানো হয়নি। ঝালকাঠি সদর উপজেলার মানপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষিকা নাফিসা আহমেদ জানান, দুই ঈদে লম্বা ছুটি পেলেও ছোট দুই বাচ্চা থাকায় যানজট ও ভিড় ঠেলে অসুস্থ বাবা মাকে দেখতে ঢাকায় যেতে পারেননি। ইচ্ছা ছিল গ্রীষ্মকালীন ছুটিতে দেখতে যাবেন। সে অনুযায়ী গত বুধবার বিকেলে লঞ্চে চড়ে রওনাও হন। কিন্তু লঞ্চ ছাড়ার একঘণ্টা পরে খবর পান ছুটি বাতিলের। তাই বাধ্য হয়েই আজ ফেরার পরিকল্পনা করেছেন। এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কেকা রায় চৌধুরী বলেন, ছুটি বাতিল হওয়ায় অনেক ছাত্রী ও তাদের অভিভাবক মনে কষ্ট পেয়েছেন। ছুটি বাতিলের বিষয়টি আরেকটু আগে জানাতে পারলে ভালো হতো। এদিকে শিক্ষক নেতাদের দাবি, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলন থামাতেই ছুটি বাতিলের কৌশল নিয়েছে সরকার। এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, এ সিদ্ধান্ত জাতীয়করণের আন্দোলনকে ব্যাহত করার অপকৌশল। জাতীয়করণের আন্দোলন চলমান রাখার বিষয়ে তিনি বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে। প্রধানমন্ত্রী রোববার ইতালি যাবেন। আমরা আশা করছি শনিবারের (আজ) মধ্যে কোনো সিদ্ধান্ত আসবে। সেটি না এলে বিকেলে কেন্দ্রীয় কমিটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন বলেন, এ ছুটি হঠাৎ করে বাতিল করা হয়নি। আগে থেকেই গ্রীষ্মকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত ছিল। তবে আরেকটু আগে জানাতে পারলে ভালো হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

খুবির ভর্তি পরীক্ষা শুরু ১৮ ডিসেম্বর, আসনপ্রতি লড়বেন ৯৭ জন

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার ৪ যাত্রী নিহত

এয়ার অ্যাম্বুলেন্স কী, খরচ কেমন হতে পারে?

ফুটবল বিশ্বকাপের ড্র : জেনে নিন কোন পটে কারা

শাজাহান খানের মেয়ে ঐশীর নামে দুদকের মামলা

জাবিতে চার আবাসিক হলের নাম পরিবর্তন

বিশ্বকাপের ড্র আজ : কখন, কোথায় হবে জেনে নিন

আরও ক্ষমতা বাড়ল পাকিস্তানের সেনাপ্রধানের

গরম ডাল-ভাতের সঙ্গে লেবু চিপে খাওয়া কি স্বাস্থ্যকর?

১০

ফের বিতর্কে শাহরুখপুত্র

১১

মহাসমাবেশ থেকে পে-স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারি কর্মচারীদের 

১২

বিপিএল: চট্টগ্রাম রয়্যালসের সমর্থকদের জন্য মিলল দুঃসংবাদ

১৩

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত

১৪

আরও ৩০ দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

১৫

কম্পিউটারের স্ক্রিন কি আপনার বয়স বাড়িয়ে দিচ্ছে, জানুন কী করবেন

১৬

মালাইকার বিস্ফোরক মন্তব্য

১৭

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

১৮

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলল চিরকুট

১৯

‘ঋতুকামিনী’র অপেক্ষায় অধরা

২০
X