আমজাদ হোসেন শিমুল, রাজশাহী
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৫ এএম
প্রিন্ট সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

গুলিটি এখনো সালমানের পেটে

গুলিটি এখনো সালমানের পেটে

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখভাগের যোদ্ধা মো. সালমান। শেখ হাসিনার পদত্যাগের ঠিক আগমুহূর্তে গত ৫ আগস্ট দুপুরে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার শান্তিপ্রিয় মিছিলে নির্বিচারে গুলি চালায়। এতে রাজশাহীর বঙ্গবন্ধু কলেজের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সালমান পেটে গুলিবিদ্ধ হন।

গুলিটি তার পেটের বাঁ পাশ দিয়ে ঢুকে মেরুদণ্ডের হারের সঙ্গে আটকে আছে বলে পরিবারের লোকজন জানিয়েছেন। কয়েক দফা অস্ত্রোপচার করেও তা বের করা সম্ভব হয়নি। এ অবস্থায় গুলি পেটে নিয়েই চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন সালমান।

সম্প্রতি নগরীর কোর্ট এলাকার বশড়ি মোড়ে সালমানের নিজ বাড়িতে তার সঙ্গে প্রতিবেদকের কথা হয়।

সালমান বলেন, ‘গত ৫ আগস্ট আমরা বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর তালাইমারী মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলাম। আমরা নগরীর আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের কাছে পৌঁছলে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র, শটগান, রিভলবার দিয়ে গুলি ও হামলা চালায়। আমি একেবারে সামনের সারিতে ছিলাম। এ সময় হঠাৎ একটি গুলি আমার পেটের বাঁ পাশে লাগে। মুহুর্মুহু গুলি আর ধারালো অস্ত্র দিয়ে হামলার কারণে আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। পরে এক বড় ভাইয়ের সহযোগিতায় জীবনের ঝুঁকি নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে এক্স-রে, আলট্রাসনোগ্রাম করার পর ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। প্রায় চার ঘণ্টা পর আমাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়।’

সালমান বলেন, ‘গুলিতে আমার পেটের খাদ্যনালি ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসকরা এগুলো ঠিক করে দিয়েছেন; কিন্তু গুলিটি আমার স্পাইনাল কর্ডে আটকে আছে। এজন্য এটি এখন বের করতে গেলে পঙ্গুত্ববরণ—এমনকি মৃত্যুও ঘটতে পারে। তাই চিকিৎসকরা বলেছেন, এটি এখনই বের করা যাবে না তবে গুলিটির রি-অ্যাকশন নষ্ট করে দেওয়া হয়েছে।

সালমানের বাবা মো. রবি বলেন, ‘৫ আগস্টের আন্দোলনে আমার ছেলের পেটে গুলি লাগে। কিন্তু অপারেশনের পরও তার গুলিটি বের করা সম্ভব হয়নি। এই সরকারের কাছে আবেদন, সরকারিভাবে আমার ছেলের গুলিটি বের করার যেন ব্যবস্থা করা হয়। আমার ছেলে ছোট মানুষ। এই গুলি নিয়ে কতদিন বেঁচে থাকবে—এ চিন্তায় আমি মাঝেমধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি।’

রামেক হাসপাতালের চিকিৎসকরা বলছেন, মেডিকেল কর্তৃপক্ষের বিশেষ তত্ত্বাবধানে আন্দোলনে আহতদের চিকিৎসা চলছে। ধীরে ধীরে সবার শরীরের অবস্থা উন্নতি হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ বলেন, ডিপার্টমেন্টের প্রধানরা প্রতিদিন আসছেন। প্রতিদিন আহতদের স্বাস্থ্যের উন্নতি, অবনতি পর্যবেক্ষণ করছেন। সম্প্রতি হাসপাতালে তাদের সঙ্গে দেখা করে চিকিৎসার বিষয়ে তদারকি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও বিভাগীয় সমন্বয়করা।

রাজশাহীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রহিম বলেন, ‘৫ আগস্ট রাজশাহীতে স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্র আন্দোলনে গুলি ও হামলা চালায়। গুলিতে আমাদের শতাধিক সহযাত্রী আহত হন। এ ছাড়া একজনকে ঘটনাস্থলে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। মাথায় গুলি লেগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী রায়হান নামের আরেক ভাই শহীদ হন। সর্বশেষ হাসপাতালে আটজন চিকিৎসাধীন ছিলেন। চারজন কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপের ৩ রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক

হাসপাতালে লড়েও বাঁচলেন না ছুরিকাঘাতে আহত ছাত্রদল কর্মী

দুই যুবককে গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি বাদল রিমান্ডে 

কেয়া হত্যা মামলা তুলতে হুমকি, তিনজনের বিরুদ্ধে আরেক মামলা

৪০০ ব্যালটে স্বাক্ষর না থাকার অভিযোগ

স্পাউস ভিসার খপ্পরে অসংখ্য নারী, ভয়াবহ প্রতারণা 

চাকসুর ভোটগ্রহণ শেষ

মরুভূমিতে বালু ও পাথরচাপা অবস্থায় মিলল প্রবাসীর মরদেহ

রাকসু নির্বাচন : নিরাপত্তার চাদরে রাবি ক্যাম্পাস

১০

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন

১১

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ ঘটাবে : রিজভী

১২

বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই : আইনুল হক

১৩

ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা 

১৪

বরিশালে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার

১৫

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

১৬

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

১৭

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

১৮

এবার ধানমন্ডিতে আগুন

১৯

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

২০
X