

পেরুর সাংবাদিক ফার্নান্দো নুনেজকে ভাড়াটে খুনিরা গুলি করে হত্যা করেছে। দেশটির ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (এএনপি)’ জানিয়েছে, দুর্নীতি বিষয়ক খবর সংগ্রহ করার সময় ফেরার পথে তিনি হামলার শিকার হন। খবর এএফপির
ফার্নান্দো মূলত পৌরসভা সংক্রান্ত দুর্নীতির মামলাগুলো নিয়ে প্রতিবেদন করতেন। শনিবার (৬ ডিসেম্বর) তিনি মোটরসাইকেলে তার ভাইয়ের সঙ্গে ফিরছিলেন, তখন ভাড়াটে খুনিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন, আর তার ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বছর পেরুতে এ ধরনের অপরাধে নিহত তিনজন সাংবাদিকের মধ্যে নুনেজ তৃতীয়। এর আগে গাস্তন মেদিনা ও রাউল সেলিসকে হত্যা করা হয়েছিল। এএনপি জানিয়েছে, নুনেজকে হত্যা করা মূলত তার সাংবাদিকতার কারণে হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, এই ঘটনা সংবাদকর্মীদের ওপর সহিংসতার মাত্রা দেখায়। প্রতিটি প্রাণহানি শুধু সাংবাদিকতার ওপর নয়, গণতন্ত্র ও জনগণের তথ্যাধিকারকেও আঘাত করে।
পেরুতে সহিংস অপরাধ বেড়ে চলেছে। এ বছরের অক্টোবর পর্যন্ত দেশটিতে ১ হাজার ৮৮৮টি হত্যাকাণ্ড ঘটেছে, যা গত বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। মহামারি পরবর্তী দারিদ্র্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা ও গ্যাং সহিংসতার কারণে অপরাধ ও চাঁদাবাজি-সংক্রান্ত হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন