মানুষ এমপি, বিধায়কদের মতো জনপ্রতিনিধিদের কাছে পেলে চাকরি, প্রকল্পে সুবিধা বা অর্থ সহায়তা চায়। তবে ভারতের উত্তরপ্রদেশের এক বিধায়ককে কাছে পেয়ে আজব আবদার করে চমকে দিলেন এক যুবক। তার গাড়ির কাছে গিয়ে বলেন, আপনাকে ভোট দিয়েছি, আমাকে বউ জোগাড় করে দিন। ঘটনাটি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি একটি পাম্পে গাড়িতে জ্বালানি তেল নিতে যান চারখেড়ির বিধায়ক ব্রিজভূষণ রাজপুত। তখনই ওই বিধানসভা এলাকার বাসিন্দা পাম্পকর্মী অখিলেন্দ্র খাড়ে বিধায়কের সঙ্গে কথা বলতে চান। অনুমতি পেয়ে এগিয়ে এসে অখিলেন্দ্র বলেন, ‘আমি আপনাকে ভোট দিয়েছি, বিয়ে করতে চাই, আমার জন্য একটা মেয়ে খুঁজে দিন।’ বয়স জানতে চাইলে পাম্পকর্মী জানান, তার বয়স ৪৩ বছর।
তখন বিধায়ক বলেন, ‘এ কাজের (বধূ খোঁজা) জন্য আমাকে বলছেন কেন?’ অখিলেন্দ্র সটান উত্তর দেন, ‘যেহেতু আমি আপনাকে ভোট দিয়েছি।’ মজার ছলে বিধায়ক বলেন, ‘তাহলে আমি আপনার বিয়ে দেব!’
পরে বিধায়ক তাকে মেয়ে খুঁজে দেওয়ার আশ্বাস দেন। আত্মবিশ্বাসী যুবক সিভিও জমা দেন। জানান, পেট্রোল পাম্পে মাসে ৬ হাজার রুপি বেতন পান তিনি। এ ছাড়া পারিবারিক সূত্রে তার ১৩ বিঘা জমি আছে। সূত্র: এনডিটিভি।