কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা (৮০) মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের কেরালার দেবমাথা হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কেরালার এরনাকুলাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম জানান, ওডিঙ্গা সকালবেলায় হাঁটতে বেরিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন বোন, মেয়ে, ব্যক্তিগত চিকিৎসক এবং ভারতীয় ও কেনিয়ান নিরাপত্তা কর্মকর্তারা। হাঁটার সময় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
ভারতের স্থানীয় দৈনিক মাথ্রুভূমি জানায়, ওডিঙ্গা কিছুদিন ধরে কেরালার কোচি শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাইলা ওডিঙ্গার মৃত্যুতে কেনিয়ার রাজনীতিতে বিশেষ করে বিরোধী নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হলো। ২০২৭ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে এ মৃত্যু দেশটির রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন