চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে ভোটকেন্দ্রের ভেতরে সারিতে অপেক্ষমাণ ভোটাররা বিকেল ৪টার পরও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে বিকেল ৪টায় শেষ হয়েছে। এখন কেন্দ্র থেকে ব্যালটগুলো পৃথক করে ডিন কার্যালয়ে নেওয়া হবে। সেখানে ক্যামেরার সামনে ভোট গণনা করা হবে।
এবারের নির্বাচনে ভোটারদের মাঝে উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল।
মন্তব্য করুন