পৃথিলা দাস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৪ এএম
প্রিন্ট সংস্করণ
একুশে বইমেলা

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

কোথাও হাতুড়ি পিটিয়ে পেরেক ঠোকা হচ্ছে, কোথাও বা চলছে বাঁশ কাটার কাজ। কেউ কেউ স্টলের সাজসজ্জায় ব্যস্ত। প্যাভিলিয়নগুলো ধীরে ধীরে সেজে উঠছে নানা রঙে নানা বর্ণে। দুয়ারে কড়া নাড়ছে অমর একুশে বইমেলা-২০২৫। আর দিন তিনেক বাকি। তাই বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে এখন সংশ্লিষ্টদের এমন কর্মব্যস্ততা। এখন চলছে শেষ মুহূর্তে স্টল গোছানোর তোড়জোড়।

প্যাভিলিয়ন ও স্টল নির্মাণের কাজে মগ্ন শ্রমিকরা। মাঝেমধ্যেই প্রকাশকরা আসছেন। তাড়া দিচ্ছেন কাজের। ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাঙালির এই প্রাণের উৎসব। এবারের প্রতিপাদ্য ‘জুলাই গণঅভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এবার মেলায় ইউনিটের সঙ্গে বাড়ছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর বইমেলায় অংশ নেয় ৫১টি প্রতিষ্ঠান, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯৩টিতে। এরই মধ্যে প্যাভিলিয়ন (২৪×২৪), প্যাভিলিয়ন (২০×২০), চার ইউনিট, তিন ইউনিট, দুই ইউনিট (সাধারণ), এক ইউনিট (সাধারণ) এবং শিশুদের জন্য মেলার অংশে শিশু ইউনিট-৩, ২ ও ১ হিসাব করে লটারির মাধ্যমে স্টল বরাদ্দের কাজ শেষ হয়েছে।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা গেছে, বেশিরভাগ স্টলের কাজ এখনো শেষ হয়নি। তবে এ নিয়ে চিন্তিত নন প্রকাশকরা। তারা বলছেন, এক দিনের মধ্যে ৯০ শতাংশ কাজ শেষ করা সম্ভব। এবারের বইমেলা গত বছরের চেয়ে বেশি জমজমাট হবে বলে আশা বাংলা একাডেমির।

সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে অনন্যা প্রকাশনীর প্যাভিলিয়ন। সেখানে কাজ করছেন শ্রমিক মো. আলামিন। তিনি কালবেলাকে বলেন, হাতে মাত্র দিন তিনেক আছে। তাই এখন ব্যস্ত সময় কাটছে আমাদের। দুদিনের মধ্যেই প্যাভিলিয়নের অবকাঠামো ও সাজসজ্জার কাজ শেষ করা যাবে বলে আশা করছি।

এবারের বইমেলা পলিথিনমুক্ত রাখার কথা জানিয়েছে আয়োজক কমিটি। এ ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জুলাই চত্বর’। এই চত্বরে ফুটিয়ে তোলা হবে গণ-অভ্যুত্থানের চিত্র।

বাংলা একাডেমির প্রাঙ্গণে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের স্টল নির্মাণ করছিলেন মো. বকুল। জানালেন, ৭-৮ বছর বছর বইমেলার স্টল ও প্যাভিলিয়নের কাজ করছেন তিনি। এ বছর নির্মাণ করছেন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের স্টল। মো. বকুল জানান, বইমেলার স্টল ও প্যাভিলিয়ন নির্মাণ থেকে বেশ ভালোই আয় হয়। তাই প্রতি বছর এই কাজ করার জন্য বেশ আগ্রহী থাকেন।

ধ্রুব প্রকাশনীর প্রকাশক আবুল বাসার ফিরোজ বলেন, বইমেলার প্রস্তুতি প্রায় শেষের পথে। মেলা কমিটির নির্দেশনা অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে স্টল নির্মাণের সব কাজ শেষ করতে পারব বলে আশা করছি।

বাংলা প্রকাশের প্রকাশক আহসান আল আজাদ বলেন, আগামীকালের মধ্যে স্টলের কাজ শেষ হবে। এরপর স্টলে সম্পূর্ণ সাজগোছ ও বই গোছানোর কাজ করতে হবে।

বাংলা একাডেমির বইমেলা আয়োজন কমিটির সদস্য সচিব ড. সরকার আমিন বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে এবারের বইমেলা আয়োজন করা হচ্ছে। মেলায় একশর মতো স্টল বাড়ছে। গোটা সোহরাওয়ার্দী উদ্যানই ব্যবহার করা হচ্ছে এবার।

তিনি বলেন, প্রকাশকদের মধ্যে নানা মত এবং মতান্তর আছে। তাই শুরুতে প্রকাশক ও মেলা সংশ্লিষ্টদের মধ্যে স্টল ও প্যাভিলিয়ন নিয়ে কিছু মতবিরোধ সৃষ্টি হয়েছিল। তবে প্রকাশক ও আয়োজক কমিটির আলোচনার মাধ্যমে তা সমাধান করা হয়েছে। এবারের বইমেলা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক। আশা করছি, পাঠকদের একটি ভালো বইমেলা উপহার দিতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১০

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১১

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১২

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৩

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৪

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৫

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৬

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৭

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৮

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

১৯

ডেজার সভাপতি প্রকৌশলী রুহুল আলম, সম্পাদক প্রকৌশলী চুন্নু

২০
X