রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২
কে এম রাশেদ কামাল, মাদারীপুর
প্রকাশ : ২০ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

‘ব্যবসা বাঁচাতে’ এনসিপিতে দলবদলে পটু আমিনুল

মাদারীপুর
‘ব্যবসা বাঁচাতে’ এনসিপিতে দলবদলে পটু আমিনুল

ছিলেন বিএনপির সক্রিয় কর্মী। পরে সুবিধা বুঝে যোগ দেন ক্ষমতাসীন আওয়ামী লীগে। মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নাম আমিনুল হাওলাদার। টেকেরহাট মাছ ব্যবসায়ী সমিতির সভাপতিও তিনি। গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ছাড়েন। এরপর গত ১৭ মে ঘটা করে অন্তত দুইশ মাছ ব্যবসায়ীকে নিয়ে যোগ দেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। মূলত নিজের ব্যবসা বাঁচাতে আমিনুল এনসিপিতে যোগ দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ করার আগে বিএনপির কর্মী ছিলেন আমিনুল হাওলাদার। স্থানীয় খালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আশায় তিনি সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন; কিন্তু শাজাহান খান তাকে চেয়ারম্যান প্রার্থী না করায় ক্ষুব্ধ হন আমিনুল। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ে নির্বাচনে হেরে যান। এরপর অবশ্য দলীয় কার্যক্রমে তেমন একটা সক্রিয় ছিলেন না। আওয়ামী লীগের জেলা সভাপতি শাহাবুদ্দিন মোল্লার একটি মার্কেট (শাহাবুদ্দিন মোল্লা কমপ্লেক্স) লিজ নিয়ে পাইকারি মাছের ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। ৫ আগস্টের পরে তার পাইকারি মার্কেটে ব্যবসা নিয়ে স্থানীয় বিএনপির লোকজনের সঙ্গে বনিবনার ঘাটতি হয়। নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়ার জন্যই এনসিপিতে যোগদান করেন।

এক প্রতিবেশী বলেন, ‘আমিনুলের কাজ খালি দলবদল করা। যে দলে সুবিধা পান, সেই দলেই যোগ দেন। প্রথমে বিএনপি করতেন, তারপর নির্বাচন করার জন্য আওয়ামী লীগে যোগ দেন। এখন মাছ ব্যবসা টিকিয়ে রাখার জন্য এনসিপিতে যোগ দিয়েছেন।’

প্রতিবেশী সোহেল মিয়া বলেন, ‘আমিনুল হাওলাদারের পাইকারি মার্কেট আছে টেকেরহাটে। সেখানে বিএনপির লোকজন গিয়ে চাঁদা চায় বলে শুনেছি। হয়তো চাঁদা না দেওয়ার জন্য কৌশল হিসেবে এনসিপিতে যোগ দিয়েছেন।’

স্থানীয় নাজমুল হোসেন বাসু বলেন, ‘আমিরুল হাওলাদার দীর্ঘদিন ধরে পাইকারি মাছের ব্যবসা করেন। ব্যবসা টিকিয়ে রাখার জন্য যখন যার সঙ্গে হাত মেলানো দরকার, তখন সেই দলে যোগ দেন। ব্যবসায়ী মানুষ তো তিনি। তাই দলীয় সাইনবোর্ড ব্যবহার করে ব্যবসা করেন।’

এসব নিয়ে কথা হয় আমিনুল হাওলাদারের সঙ্গে। কালবেলাকে তিনি বলেন, ‘আমি ২৫ বছর ধরে মাছের আড়তদারি ব্যবসা করি। ২০ বছর ধরে আমি মৎস্য সমিতির সভাপতি। আমি কোনোদিন বিএনপি করি নাই। আওয়ামী লীগের খালিয়া ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। তবে শাজাহান খানের দলে যোগ দিয়েছিলাম খালিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচন করার জন্য। খান সাহেব আমাকে প্রার্থী বানান নাই। এজন্য তার সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। তখন থেকে আমি আওয়ামী লীগের দলীয় কাজে অংশ নিতাম না। কোনোরকম সুবিধা নিইনি দল থেকে। আমি ব্যবসায়ী মানুষ, শুধু ব্যবসা করেছি। সম্প্রতি বিএনপির লোকজন এসে আমাদের কাছে মার্কেটে ব্যবসা করতে হলে খাজনা দিতে হবে বলে চাঁদা দাবি করেন। ব্যক্তিগত মালিকানার জায়গায় লিজ নিয়ে ব্যবসা করলে চাঁদা কেন দেব।’

তিনি আরও বলেন, ‘এনসিপিতে যোগদান করেছি এ দলকে ভালোবেসে। আর দলবদল করার ইচ্ছা নাই। আমার দুই ছেলে ভার্সিটিতে পড়ে। তারা ২৪-এর অভ্যুত্থানের সময় ছাত্রদের সঙ্গে আন্দোলন করেছে। তাই আমি অন্য কোনো দলে না গিয়ে এনসিপিতে যোগ দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১০

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১১

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১২

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

১৩

নারী শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাব দিয়ে চাকরি খোয়ালেন বেরোবি সমন্বয়ক

১৪

হাওর ও চরাঞ্চলের শিক্ষক বদলির তদবির আসে ওপর থেকে : গণশিক্ষা উপদেষ্টা

১৫

জয় স্যুটকেস ভরে টাকা নিয়ে গেছে : সোহেল

১৬

২৫ বছর ধরে বাঁশির মায়ায় আটকে আছে শফিকুলের জীবন

১৭

একাত্তরেও আ.লীগ পালিয়েছে, এবারও পালিয়ে গেছে : টুকু

১৮

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

১৯

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

২০
X