জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকের বিষয়টি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা এখন দেখব কর্মকর্তাদের কতটুকু দাবি মেনে নেওয়া যায়। তাদের বিষয়গুলো যতটুকু সম্ভব অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। তবে ঐক্য পরিষদ নেতারা বলেছেন, আলোচনা ফলপ্রসূ হয়নি। এ কারণে তারা আজ বুধবার আগারগাঁও রাজস্ব ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ছাড়াও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
ঐক্য পরিষদের নেতারা দাবি করেছেন, বৈঠকে তাদের প্রতিনিধিদের ডেকে পরিপূর্ণ আলোচনার সুযোগ না দিয়ে তাদের একরকম অপমান করে বিদায় করে দিয়েছেন অর্থ উপদেষ্টা। আর বৈঠক থেকে বেরিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন। পুরো বিষয়টি একটি প্রহসন, যার কারণে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে বৈঠক সূত্রে জানা যায়, অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে রাজস্ব আহরণকারী সংস্থাটি বিলুপ্ত করার দাবি করলেও এর মূল কারিগর অর্থ উপদেষ্টার প্রবাসী ছেলে। ছেলের পরামর্শেই এনবিআর বিলুপ্তির সিদ্ধান্ত নেন অর্থ উপদেষ্টা। বিষয়টি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকে তিনি নিজেই বলেছেন। তিনি বলেছেন, তার ছেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগে কাজ করে। ইতোমধ্যে দুটি ডিভিশনের জন্য একটি অর্গানোগ্রামও তৈরি করে পাঠিয়েছে সে। বিষয়টি নিয়ে তিনি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান।
বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা কালবেলাকে বলেন, পরামর্শক কমিটির সদস্যরা বিষয়টি নিয়ে কথা বলেন। এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. নাসির উদ্দিনও এনবিআর একটি টেকনিক্যাল ডিপার্টমেন্ট হিসেবে অর্থ উপদেষ্টাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে প্রতিনিধিদলের সদস্যদের বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করলেও থামিয়ে দেন অর্থ উপদেষ্টা। এনবিআর আলাদা করার অধ্যাদেশ নিয়ে কোনো আলোচনা হবে না বলেও জানিয়ে দেন তিনি। আরেক উপদেষ্টা বলেন, আন্দোলন করে কোনো লাভ হবে না।
আজ অবস্থান কর্মসূচি বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আজ ঢাকায় এনবিআর ভবনে ও ঢাকার বাইরে সারা দেশে প্রতিষ্ঠানটির নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বেলা ১২টায় জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত এনবিআরের অধীন ঢাকার দপ্তরগুলোর আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা রাজস্ব ভবনের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।
মন্তব্য করুন