

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশে ব্যাপক রদবদল হয়েছে। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব পালন করে থাকে পুলিশ। পক্ষপাতিত্ব এড়ানোর জন্য এবার লটারির মাধ্যমে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। এর আগে ৮ রেঞ্জের অধীনে থাকা ৫২৭টি থানায় ওসি ও ৬৪ জেলায় পুলিশ সুপার (এসপি) বদলি করা হয়। গতকাল বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০ থানার ওসিদের রদবদলের কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এসপি ও মহানগরের বাইরের ওসিদের মতো ডিএমপির ওসিদেরও লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
বদলির আদেশ পর্যালোচনা করে দেখা গেছে, ৫০ জনের মধ্যে ৪৬ জন বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের বদলি করে অন্য থানায় দেওয়া হয়েছে। এ ছাড়া চার থানায় ওসির দায়িত্ব পালন করেননি এমন চারজনকে দেওয়া হয়েছে। আর বিমানবন্দর, দারুসসালাম, মিরপুর মডেল ও বনানী থানার ওসিকে ডিবিতে বদলি করা হয়েছে।
একই দিনে ডিএমপির লালবাগ, মতিঝিল, গুলশান বিভাগসহ ১২টি বিভাগের ডিসি পদমর্যাদার ১২ কর্মকর্তার রদবদল হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়েছে। একই আদেশে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) ডিসিকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে দক্ষিণেও পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পৃথক আরেক আদেশে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. মহিদুল ইসলামকে ভারপ্রাপ্ত যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন) করা হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের অন্যান্য শাখার মতো পুলিশের মাঠ প্রশাসনেও ব্যাপক রদবদল চলছে। গত সোমবার একযোগে বিভিন্ন জেলার আওতাধীন ৫২৭টি থানার ওসি চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লটারি করে ওসিদের নির্বাচন করা হয়। তাদের মধ্যে নতুন মুখ ৭৪ জন। এর আগে ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
মন্তব্য করুন