

রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার রাতে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশাও পড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বুধবারও রাতের তাপমাত্রা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামী কিছুদিন।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিন ভোরের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার দেখাও মিলতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যথারীতি মিলবে রোদের দেখা। ফলে সকালের শীতের অনুভূতি ও কুয়াশা বেশিক্ষণ স্থায়ী হবে না।
মন্তব্য করুন