পংকজ রায় ও নাঈমুর রহমান, মাগুরা
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ
মাগুরা

বিভেদ কেটে যাওয়ায় দুটি আসনেই নির্ভার বিএনপি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে নির্বাচনের মূল লড়াই। সময় যতই ঘনিয়ে আসছে মাগুরা-১ ও ২ আসন ঘিরে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। ১৯৯৬ সাল থেকে মাগুরা-১ ও ২০০৮ সাল থেকে মাগুরা-২ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও এবার সবচেয়ে বেশি সরব বিএনপি। দলের অভ্যন্তরীণ সব বিভেদ ও মতপার্থক্যের অবসান ঘটায় এবারের নির্বাচনে মাগুরার দুটি আসনেই ধানের শীষের বিজয় প্রায় সুনিশ্চিত বলে দাবি করেছেন নেতাকর্মীরা।

মাগুরা-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসন থেকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। অন্যদিকে মাগুরা-১ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) শম্পা বসু, গণঅধিকার পরিষদের খলিলুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল, জাতীয় পার্টির মোহাম্মদ জাকির হোসেন মোল্লা এবং জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল মতিন ভোটের লড়াইয়ে রয়েছেন। মাগুরা-২ আসনে আরও আছেন জামায়াতের মো. মুশতারশেদ বিল্লাহ, ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল ও জাতীয় পার্টির মশিউর রহমান।

মাগুরা-১ আসনে বিএনপির উল্লেখযোগ্য কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল মতিনকে হালকাভাবে দেখছেন না বিএনপি নেতাকর্মীরা। তাদের মতে, ক্লিন ইমেজ ও জনবান্ধব হিসেবে পরিচিত বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান বিএনপির ভোটারদের পাশাপাশি অন্যান্য দল ও মতের ভোটারদের সমর্থন আদায়ে সক্ষম হবেন।

অন্যদিকে মাগুরা-২ আসনে দীর্ঘদিন ধরে দলের একটি অংশে বিভক্তি থাকলেও সম্প্রতি মহম্মদপুর উপজেলার সন্তান ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এলাকায় এসে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তার এ উদ্যোগে দলের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি কাজী সালিমুল হক কামাল মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরবর্তী সময়ে তা প্রত্যাহার করায় বিএনপির প্রার্থীর অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা। তারা আশা করছেন, এক সময়ের ধানের শীষের উর্বর ক্ষেত্র হিসেবে পরিচিত মাগুরা-২ আসনে এবার বিপুল ভোটে নির্বাচিত হবেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

এদিকে বিগত বছরগুলোতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে স্থানীয়ভাবে মনোয়ার হোসেন খান আলোচনায় রয়েছেন। পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দীর্ঘদিনের রাজনৈতিক উপস্থিতির কারণে অনেকেই মনে করছেন, এ আসনে বিএনপি এবার আগের তুলনায় অনেক বেশি শক্ত অবস্থানে।

নিজের সম্ভাবনা প্রসঙ্গে মনোয়ার হোসেন খান বলেন, ‘সবসময় দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়িয়েছি। গত নির্বাচনে আমাকে হারাতে সব শক্তি ব্যবহার করা হয়েছিল। জেলেও আটকে রাখা হয়। তার পরও তারা আশঙ্কা করছিলেন আমি জিতে যাব। এবার দল আমার ওপর ভরসা রেখেছে, আমি সে আস্থার প্রতিদান দিতে চাই। তৃণমূলকে সঙ্গে নিয়ে এ আসনটি বিএনপিকে ফিরিয়ে দেবই।’

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় মাগুরা জেলা বিএনপি অনেক বেশি শক্তিশালী। নমিনেশন দেওয়ার আগে আমরা আলাদা প্রোগ্রাম করলেও সেটা ছিল নমিনেশনকেন্দ্রিক। এখন আমরা দলের জন্য ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ মাগুরার দুটি আসনেই বিএনপি বিজয়ী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

বিএনপিই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি : সালাহউদ্দিন আহমদ

নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না : জামায়াত আমির

সিরিয়া থেকে হাজার হাজার বন্দিকে নতুন গন্তব্যে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আবেদনময়ী রূপে জয়া

আজ নায়করাজ রাজ্জাকের জন্মদিন

এনসিপির এক শীর্ষ নেতাকে দল থেকে অব্যাহতি

কমানোর ঘোষণার এক দিন পর স্বর্ণের দামে বড় লাফ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুনর্নির্মাণ কাজ শুরু

পাকিস্তানকে পেয়ে এভাবেই প্রতিশোধ নিল বাংলাদেশ!

১০

চাঁদপুর-৪ আসনে নির্বাচনী সমন্বয়ক যুবদলের তারেকুর

১১

বর্ণাঢ্য আয়োজনে ইডেনে ‘বাণী অর্চনা’ অনুষ্ঠিত

১২

শুক্রবার স্বর্ণের দামে নতুন রেকর্ড

১৩

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন-যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক আজ

১৪

নিউজিল্যান্ডে দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ

১৫

সুপার সিক্সের সমীকরণের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

১৬

রাঙামাটিতে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

১৭

ঢাকা-৪ আসনে দ্বিতীয় দিনের প্রচারণায় রবিন

১৮

নারীর ভিডিও ধারণের অভিযোগে সালিশে যুবককে পিটিয়ে হত্যা

১৯

স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

২০
X