বিভিন্ন দাবি কিংবা অনাচারের প্রতিবাদের ভাষা হিসেবে দেয়ালে গ্রাফিতি আঁকার চল বহুদিনের। অনেক দেশে একে বিকৃত ও ধ্বংসাত্মক শিল্প হিসেবেও দেখা হয়; কিন্তু কেমন হবে, যদি সেই কাণ্ড হয় কোনো নীতিনির্ধারক কিংবা নগর পিতার! ব্যতিক্রম হলেও সত্য, সম্প্রতি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির একটি রেলওয়ে টানেলে গ্রাফিতি আঁকার সময় হাতেনাতে ধরা পড়েছেন ওই শহরের এক ডেপুটি মেয়র।
মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, পাভো আরহিনমাকি নামের ওই ব্যক্তি শহরের সংস্কৃতি এবং বিনোদনবিষয়ক ডেপুটি মেয়র। টানেলের দেয়ালে তার আঁকা ওই গ্রাফিতি অপসারণে নগর কর্তৃপক্ষকে গুনতে হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার ইউরো। আর এর শাস্তিস্বরূপ অর্থদণ্ডের সম্মুখীন হতে হবে পাভোকে। এমনকি পদ থেকে ইস্তোফাও দিতে বলা হয়েছে তাকে।
এদিকে স্থানীয় এক দৈনিকে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর গত শনিবার টুইটারে একটি পোস্ট দেন পাভো। সেখানে তিনি এক বন্ধুর সঙ্গে শহরের একটি রেলওয়ে টানেলে গ্রাফিতি এঁকে নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়ার কথা জানান। সেইসঙ্গে এমন কর্মকাণ্ডের জন্য জনসাধারণের কাছে ক্ষমাও চান।
মন্তব্য করুন