আলী ইব্রাহিম
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৩:০৭ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৮:২৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভ্যাট কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে মামলা হচ্ছে

ভ্যাট কমিশনার ওয়াহিদার বিরুদ্ধে মামলা হচ্ছে

চার মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেলকে প্রায় ১৫৩ কোটি টাকার অবৈধ ভ্যাট সুবিধা দিয়েছিলেন আদায়কারী সংস্থা ভ্যাট এলটিইউর (বৃহৎ করদাতা ইউনিট) তৎকালীন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর। নির্ধারিত সময়ে ভ্যাটের দায় শোধ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিগুলোর ওপর ১৫২ কোটি ৮০ লাখ টাকার সুদ প্রযোজ্য হয়েছিল। সেটি আদায় না করে কোম্পানিগুলোকে ভ্যাট মাফ করে দেন তিনি। এনবিআরের নির্দেশে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদনে জানিয়েছে, ভ্যাট আইনে তা মাফযোগ্য নয়। এ কারণে ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তার বিরুদ্ধে হচ্ছে বিভাগীয় মামলা। এরই মধ্যে এ-সংক্রান্ত একটি কপি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশের শীর্ষস্থানীয় চারটি মোবাইল অপারেটর কোম্পানির ভ্যাটের ১৫২ কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৩৯০ টাকা মওকুফ করেন এলটিইউ ভ্যাটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী। আর সুদ মওকুফের বিষয়টি এনবিআরের নজরে আসার পর বিষয়টি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বিষয়টি তদন্ত করে ভ্যাট মওকুফ করা আইনসিদ্ধ হয়নি বল মতামত দেয়। কমিটির মতামতের বিষয়টি আমলে নিয়ে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার আদেশ দিয়েছেন এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্য ফারজানা আফরোজ।

জানতে চাইলে এলটিইউ ভ্যাটের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য জানা যায়নি। পরবর্তী সময়ে এসএমএস পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।

এনবিআর সূত্র জানায়, ওয়াহিদা রহমান চৌধুরী ১৬টি নথির বিপরীতে সুদ আদায় না করে একক সিদ্ধান্তে মওকুফ করে দিয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য মূল্য সংযোজন কর (মূসক) বাস্তবায়ন থেকে অনুরোধ জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে এনবিআর। তবে পিআরএলে থাকার কারণে আইনিভাবে তার বিরুদ্ধে শুধু বিভাগীয় মামলা করার সীমাবদ্ধতা রয়েছে বলেও জানানো হয়েছে।

তদন্ত প্রতিবেদনের সুদ আদায়ের পর্যালোচনায় বলা হয়েছে, এর আগে বিকল্প বিরোধ নিষ্পত্তির কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে সুদ আদায়ের বিষয়টি স্পষ্ট উল্লেখ ছিল। কিন্তু চার মোবাইল অপারেটরের মামলার সিদ্ধান্তে সুদের বিষয়ে কোনো উল্লেখ ছিল না। আর এক্ষেত্রে সুদ প্রযোজ্য হবে কি হবে না, সেটাও আইনের মৌলিক কাঠামোর ব্যাখ্যা সংক্রান্ত বিষয়। তাই সুদ প্রযোজ্য হবে না মর্মে সিদ্ধান্ত দেওয়াও এলটিইউর তৎকালীন কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী বিচক্ষণতার পরিচয় দেননি। ওয়াহিদা রহমান চৌধুরীর একক নির্বাহী সিদ্ধান্তের সুদ মওকুফ করেছেন, যা আইনসিদ্ধ ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না : সাইফুল হক

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

১০

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১১

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১২

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১৩

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৪

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৫

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৬

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৭

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৮

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৯

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

২০
X