উবায়দুল হক, ময়মনসিংহ
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম
প্রিন্ট সংস্করণ

নান্দনিক কলোনি

নান্দনিক কলোনি

ছিমছাম কলোনির সড়কের দুপাশে বাহারি সবুজ গাছ, ফাঁকে ফাঁকে শোভা পাচ্ছে হরেক রঙের ফুল। ইট-পাথরের দেয়ালে দেয়ালে ছেয়ে থাকা সবুজে পুরো এলাকা সেজেছে ভিন্ন রূপে। যান্ত্রিকতার মধ্যেই যেন অন্য ভুবন, ভিন্নরকম ভালো লাগা। অথচ কদিন আগেও কলোনির সড়কজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনায় হাঁটাই দায় হয়ে পড়েছিল। তবে বাসিন্দাদের ছোট্ট এক উদ্যোগই পাল্টে দিয়েছে কলোনির চিত্র। স্থানীয়দের কাছে এটি এখন সবুজ কলোনি হিসেবে পরিচিত। ময়মনসিংহ নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের একটি এলাকা বাঁশবাড়ি কলোনি। এখানে বসবাসকারী অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। সম্প্রতি কলোনির ভেতরের ভাঙা সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করেছে সিটি করপোরেশন। এতে নোংরা সড়ক ও ড্রেন ঝকঝকে হয়েছে। এরপর সেই পরিচ্ছন্নতা টিকিয়ে রাখতে সড়কের ১ হাজার ফুট এলাকাজুড়ে দেয়ালগুলোতে সবুজায়নের পরিকল্পনা করেন কয়েকজন বাসিন্দা। অবশ্য তাদের মধ্যে মুরাদ হাসান কানন তিন বছর আগেই তার বাসায় সবুজায়ন করেন। এবার তার সঙ্গে যুক্ত হন মেহেদী হাসান মুহিত, সাইফুল ইসলাম ও উত্তর সরকার। কলোনির বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন তারা। তাদের সেই পরিকল্পনাকে সাধুবাদ জানান বাকিরাও। সরেজমিন দেখা গেছে, মাত্র তিন মাসে ৮০০ ফুট সড়কের দুই পাশের দেয়াল ছেয়ে গেছে সবুজে। বাড়ির অব্যবহৃত ও ভাঙা ঝুড়ি, বালতি, মগ ইত্যাদি সংগ্রহ করে রশি বা তার দিয়ে দেয়ালে আটকে বানানো হয়েছে টব। লাগানো হয়েছে হরেক প্রজাতির গাছ। এর কোনোটির পাতায় সৌন্দর্য, কোনোটি ছড়াচ্ছে সুরভি। এখন আর

আগের মতো আবর্জনার তীব্র গন্ধ নেই। পুরো এলাকা ম ম করে ফুলের সুবাসে। বাসিন্দারা জানান, গাছগুলোকে টিকিয়ে রাখতে ছোট-বড় সবাই খুব উদ্যোগী। সবাই বাগানকে বড় করার প্রতিযোগিতায় নেমেছেন। স্থানীয় বেদেনা আক্তার বলেন, আগে রাস্তাও ভালো ছিল না, আবার দুপাশে সবাই আবর্জনা ফেলত। এখন রাস্তাও সুন্দর হয়েছে এবং দেয়ালগুলোতে গাছ লাগিয়ে সুন্দর করা হয়েছে। এতে কলোনির চেহারাই পাল্টে গেছে। আর মুরাদ হোসেন কানন বলেন, আগামী প্রজন্মকে সুন্দর নগরী উপহার দিতে এবং পরিবেশ সুন্দর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ থেকে অনুপ্রাণিত হয়ে প্রত্যেকেই এখন গাছ কিনে ঘরের সামনে ও সড়কে লাগাচ্ছেন। ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, এলাকার বাসিন্দারা দেয়ালগুলোকে বাগানে রূপ দিয়েছেন। এটি শিক্ষণীয় ও অনুকরণীয়। এটি প্রমাণ করে, ইচ্ছা থাকলেই পরিবেশটা সুন্দর রাখা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১০

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১১

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১২

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৪

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৫

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৬

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৭

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৮

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

১৯

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

২০
X