বইপড়া সবার কাছে এক কাপ চায়ের মতো নয়। কিন্তু এমন অনেকেই আছেন, বইপড়া যাদের কাছে ঘোর নেশা। অমল কুমার ঝা তেমনই একজন বইপোকা। তবে তার গল্পটা শুনলে বেশ অবাকই হতে হয়। কারণ ৩৫ বছরের জীবনে প্রায় ৩৫ হাজার বই পড়ে ফেলেছেন তিনি!
অমল ভারতের বিহার রাজ্যের মধুবানি এলাকার বাসিন্দা। গত কয়েক দশকে তিনি হাজারো বই পড়ে ফেলেছেন। তিনি প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে পড়ার জন্য একটি করে বই নিয়ে আসেন। বইয়ের প্রতি তার এ নেশার কারণে গত চার বছরে চারবার তিনি সম্মাননা পেয়েছেন এবং প্রত্যেকবারই তিনি প্রথম হয়েছেন। মৈথিলি এবং হিন্দি ভাষার বই ছাড়াও তিনি অনেক সাহিত্যের বই পড়েছেন।
অমলের বই পড়ার উন্মাদনা স্থানীয়দের কাছে তাকে সম্মানিত ব্যক্তিত্বে পরিণত করেছে। তার গ্রামে একটি অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করা হয়, যার নিয়ম হচ্ছে, যিনি ওই লাইব্রেরি থেকে একটি বই পড়বেন, বছরের শেষে তাকে একটি পরীক্ষায় বসতে হবে।
অমল জানিয়েছেন, ছোটবেলা থেকেই বইয়ের প্রতি তার নেশা জন্মেছে। এর পর থেকেই তিনি নিয়মিতভাবে বই পড়েন। তিনি জানান, মধুবানির বেশিরভাগ মানুষ লাইব্রেরিতে যান এবং বই পড়ার কার্যকলাপে যুক্ত থাকতে পছন্দ করেন। সূত্র: নিউজএইটিন।