আকাশে মেঘ জমে, বৃষ্টিও হয়। কিন্তু মাটিতে না পড়তেই সেটা বাষ্প হয়ে উড়ে যায়। এমন ‘আসি আসি করে এলো না’ প্রজাতির বৃষ্টিকে বলে ইভাপোরেটিং রেইন বা ‘ভার্গা’। কোনো একটি এলাকার বাতাসের উপরিভাগ বেশি উত্তপ্ত হলে এমনটা ঘটে। এ সময় রাডারে আকাশে ঝুম বৃষ্টি ধরা পড়ে। তবে দুয়েক ফোঁটা গায়ে পড়লেও বেশিরভাগ বৃষ্টিই আবার উড়ে গিয়ে মেঘের সঙ্গে যোগ দেয়। এই ভার্গা বৃষ্টি আবার মাঝেমধ্যে খালি চোখেই নিচ থেকে দেখা যায়। তবে নিচে নামে না দেখে এটাকে অনেকে ভূতুড়ে বৃষ্টিও বলে।
মন্তব্য করুন