বৃষ্টি শেখ খাদিজা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ
সাজবেলা

দুলল কাহার দুল গো

দুলল কাহার দুল গো

দুলল কাহার দুল গো!/ উস্খুসাল চুল গো!/ কাঁদছে পাখি পউষনিশির/ তেপান্তরের বক্ষে! দুল দোলা দিয়ে যায়। আবার দুলেই লুকিয়ে থাকে এক দুপুরের বিষণ্নতা। সুতরাং অন্তরমহলের হিল্লোল ফুটিয়ে তুলতে দুলে করা যাবে না ভুল। লিখেছেন বৃষ্টি শেখ খাদিজা

আজকাল স্বর্ণ-রুপার চেয়েও অন্য মেটালের গহনার দিকে বেশি ঝুঁকছেন নারীরা। পেছনে অবশ্য নিরাপত্তার কারণটাই বড়। তবে সেই টেনশন অন্য গল্প। আপাতত যত যাই হোক, দুলটা হতে হবে দশাসই।

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেল দুলের রং, ডিজাইন ও সাইজে এসেছে পরিবর্তন। সিটিগোল্ড, কুন্দন, পুঁতি ও পাথরের চিরায়ত দুলগুলো এখন একটু আলাদা। এখন তো আবার নিজের মতো নকশা করে কারিগর দিয়ে সেটা বানানোর চলও চালু হয়েছে।

দেশীয় দুলগুলোর বডি তৈরি হয় তামা দিয়ে। সাভারের বাকুত্তা নামের একটা জায়গা থেকে বিভিন্ন নকশার কানের দুল ও গহনার বডি নিয়ে আসেন কারিগররা। এরপর তাতে যোগ করা হয় রং। এই রঙেরও আবার নাম আছে—রেকার, গোল্ডপ্লেট ও জিপি কালার।

রেকার কালারের স্থায়িত্ব ছয়-সাত মাস। গোল্ডপ্লেট ও জিপি কালারের স্থায়িত্ব বছর দুয়ের বেশি। তবে ব্যবহারের ওপরও অনেক সময় কালারের স্থায়িত্ব নির্ভর করে।

দুলের মূল বডিটা আনার পর তা পলিশের জন্য নিয়ে যাওয়া হয় বিডিআর গেট, বৈছিলা ও কামরাঙ্গীরচরে। পলিশ শেষে কারিগরের হাতে এসে পৌঁছায় সেগুলো। তাতে নকশা অনুযায়ী পুঁতি, পাথর, রুবি ও কুন্দন বসান তারা। পাথর হিসেবে বেশি ব্যবহার করা হয় এডি স্টোন। এতেও আছে রকমফের। এডি স্টোনের পাশাপাশি ব্যবহার করা হয় কেডি স্টোন, রুবি ও প্লাস্টিকের স্টোন।

এডি স্টোনের দাম ১৮০ থেকে ২০০, কেডি স্টোন ১৪০ থেকে ১৬০, প্লাস্টিক স্টোন ১০০ টাকা পড়ে। রুবির মধ্যেও আছে পার্থক্য। প্রকারভেদে দাম হয় ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

ভারতের জয়পুর, যোধপুর ও দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকেও জুয়েলারি ইমপোর্ট করেন গহনা ব্যবসায়ীরা। তবে ভারত থেকে যেসব গহনা ও কানের দুল আনা হয়, সেগুলোর বেশিরভাগই হয় কুন্দন, না হয় ডায়মন্ড কাটের। আবার দেশীয় দুল ও গহনায় তামার ব্যবহার করা হলেও ভারতীয়রা তাদের গহনায় ব্যবহার করেন দস্তা। বাজারভেদে সেই দুলগুলোর দাম ৮০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

সোনালি রং আর স্থায়িত্বের কারণে অনেকেরই পছন্দ সিটিগোল্ডের গহনা। দামও হাতের নাগালে। মার্কেট ঘুরে দেখা গেল, সিটিগোল্ডের তৈরি এসব গহনা আসে বেশি চীন থেকে।

অনলাইনেই পাওয়া যায় এসব দুল। বিভিন্ন পেজে ঢু মেরে দেখা গেল বাহারি দুলের সমারোহ। মার্কেট থেকে পাইকারি দামে কিনে সেটি ক্রেতাদের দরজায় পৌঁছে দেন অনলাইন ব্যবসায়ীরা।

দোকানিরা বললেন, অনলাইনের চেয়ে সাধারণ ক্রেতাই বেশি। কারণ দুলটা পরে দেখার ব্যাপার আছে। কিছু টাকা বা সময় খরচ হলেও সরাসরি এসে পণ্যটি দেখেশুনে নেওয়াতেই মত তাদের।

অনলাইনের সঙ্গে দামের ব্যবধানটা কেমন? এমন প্রশ্নে গহনা ব্যবসায়ীরা জানান, সাধারণ ক্রেতাদের কাছে আমরা যে দুল ৬০০ টাকায় বিক্রি করি, তা অনলাইনে হয়তো ৪৫০-৫০০ টাকায় পাওয়া যাবে। তাদের তো দোকান ভাড়া বা আরও অনেক খরচ লাগছে না।

এদিকে হকারদের সঙ্গে দুলবিষয়ক একপশলা বেরিয়ে এলো তারা পাইকারিতে দুল নিয়ে আসেন রাজধানীর চকবাজার থেকে। ভারতের জয়পুর থেকেও দুল ও গহনা ইমপোর্টাররা তাদের দিয়ে যায়। হকার্সের দোকানে থাকা দুলগুলোর দাম ২০০ থেকে ২ হাজার টাকা।

শুধু সুন্দর কানের দুল বেছে নিলে চলবে না। কোন মুখের সঙ্গে কেমন দুল মানানসই, সে সম্পর্কেও থাকতে হবে সঠিক ধারণা।

লম্বাটে মুখের জন্য

লম্বাটে মুখের জন্য বড়, গোলাকার দুল বেছে নিন। চেহারায় ভারসাম্য থাকবে। এ ক্ষেত্রে লম্বা ঝোলানো দুল মানানসই নয়। তবে কেউ যদি ঝোলানো দুল বেশি পছন্দ করেন, সে ক্ষেত্রে চুল খোলা রেখে মাঝারি আকারের লম্বা দুল পরতে পারেন।

ডিম্বাকার মুখ হলে

মুখের আকৃতি যদি কেট হাডসনের মতো কিছুটা ডিম্বাকৃতির হয়, তবে যে কোনো দুল নিশ্চিন্তে পরতে পারেন।

গোলগাল মুখ

গোলাকার মুখের জন্য লম্বাটে, বড় দুল মানানসই। গোল মুখের সঙ্গে গোলাকার দুল একেবারেই মানাবে না।

চৌকো, ত্রিকোণাকৃতি বা পানপাতা

এ ধরনের মুখের জন্য ছড়ানো, বড় কানের দুল বেছে নেওয়ার পরামর্শ দেন ফ্যাশন বিশেষজ্ঞরা। পাশা, মাকড়ি বা এ জাতীয় বড় দুল মানায় এমন মুখে।

মুখ ও ঘাড়ের গঠন

কারও চেহারায় একটা বাঙালিয়ানা আমেজ থাকে। তাদের মুখের গঠনটাই এই ধাঁচের। তারা অনায়াসে মাদুলি ও বাঙালি ঘরানার গহনা পরতে পারেন। দেশজ ঐতিহ্যে তৈরি নানা দুলে তাদের দারুণ মানাবে। মুক্তার দুলও এমন চেহারায় মানানসই।

মুখের গড়নে খানিকটা পাশ্চাত্যের ধাঁচ থাকলে রিং পরতে পারেন। এ ক্ষেত্রে দেশীয় ঘরানার গহনার পরিবর্তে আধুনিক প্যাটার্নের গহনা বেশি মানাবে।

ঘাড়ের আকার একটু ছোট হলে খুব বড় ঝোলানো দুল এড়িয়ে চলুন। দুল যদি কাঁধ ছুঁয়ে থাকে, তবে তা দৃষ্টিকটু লাগবে।

চোয়াল খানিকটা বড় হলে বড় দুল বেছে নিন। দুলজোড়া কান থেকে নেমে চোয়ালের পাশটাও একটু ঢেকে রাখবে। আবার মুখটা একটু ভাঙা গড়নের হলেও এ ধরনের বড় দুল মানাবে।

মুখের গড়ন সরু হলে বড়, ভারী দুল মানিয়ে যায় সহজেই। কিন্তু চওড়া ও বড় মুখের কারও যদি এ ধরনের বড় দুল ভালো লেগে যায়, সে ক্ষেত্রে সাজ-পোশাকে খানিকটা পরিবর্তন আনতে হবে। যেমন—হালকা নকশার কালো শাড়ির সঙ্গে এমন গহনা মানাবে। আবার এ ক্ষেত্রে চুলের সাজটাও হালকা হতে হবে। এর জন্য চুলের শুধু নিচের দিকটা সামান্য কোঁকড়া করেও নিলেই হবে।

মডেল : কেয়া চৌধুরী ছবি : রনি বাউল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রামবাসী

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায় 

চট্টগ্রামে দলে দলে আসছে বিএনপির নেতাকর্মী

আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন নোবিপ্রবির শিক্ষক শিবলুর রাহমান 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি, অতিষ্ঠ জনজীবন

মশার উপদ্রব কমাতে বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান

ঢাবির হলে ছাত্রদল নেতার ফ্রি মেডিকেল ক্যাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাক-সেনাপ্রধানের কী কথা হলো

সিলেট সীমান্তবর্তী ভারতের তিন জেলায় কারফিউ জারি

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ, সিআরবিতে নেতাকর্মীদের অবস্থান 

১০

জামায়াত নেতাদের সঙ্গে কার্টার সেন্টারের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ / পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ঝুঁকি এড়াতে ৭২ হাজার লিটার পানির ব্যবস্থা

১২

দুদেশের উদ্দেশে যে বার্তা দিল চীন

১৩

সীমান্তে সেনা মোতায়েন বাড়াচ্ছে পাকিস্তান, প্রস্তুত ভারতও

১৪

চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে যোগ দিচ্ছেন তামিম ইকবাল

১৫

৫ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত, নাস্তানাবুদের স্বীকারোক্তি দিল ভারত

১৬

প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান

১৭

অনলাইন জুয়ায় গাড়ি-বাড়ি হারিয়ে দুধ দিয়ে গোসল যুবকের

১৮

লঞ্চে তরুণীদের প্রকাশ্যে মারধর করা যুবক বললেন, ‘ভাই হিসেবে মেরেছি’

১৯

হাসনাত আবদুল্লাহর স্পষ্ট বিবৃতি

২০
X