যতই দিন যাচ্ছে, বাড়ছে পার্লারের সংখ্যা। উন্নত হচ্ছে বিউটি সার্ভিসগুলোর মানও। পাশাপাশি নানা অফার তো থাকছেই।
সৌন্দর্য সচেতন সেসব নারীর কথা চিন্তা করে দারুণ ও উন্নতমানের সার্ভিস দিয়ে থাকে ‘বিউটি রুম বাই আফরিন’ ও ‘আফরিন’স বিউটি অ্যান্ড স্পা’।
বিউটি সেলুন দুটির স্বত্বাধিকার আফরিন ইসলাম বলেন, “নারীরা তাদের সৌন্দর্য নিয়ে সবসময় সচেতন থাকেন। তবে বর্তমান সময়ে সেই সচেতনতা আরও বৃদ্ধি পাচ্ছে। আর সৌন্দর্য সচেতন সেসব নারীর কথা চিন্তা করেই ‘বিউটি রুম বাই আফরিন’ ও ‘আফরিন’স বিউটি অ্যান্ড স্পা’ নতুন ও উন্নতমানের সার্ভিস দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তাই দেরি না করে চলে আসুন আমাদের বিউটি সেলুনে।”
‘বিউটি রুম বাই আফরিন’ ও ‘আফরিন’স বিউটি অ্যান্ড স্পা’তে পাওয়া যাবে যে সার্ভিসগুলো তার মধ্যে রয়েছে—থ্রেডিং (১০০-১২০০), ওয়েক্সিং (১০০-৮৫০০), ফেসিয়াল (১৫০০-১০০০০), ফেয়ার পলিশ (২০০-১০০০০), মেনিকিউর-পেডিকিউর (১৩০০-৩৫০০), হেয়ার কাট (২০০-১৫০০০), হেয়ার কালার (৪০০-৫০০০), হেয়ার রিবন্ডিং (৭০০০-৪০০০০), হেয়ার ট্রিটমেন্ট (৬০০-৫০০০), ম্যাসাজ অ্যান্ড স্পা (১৮০০-৫০০০), পার্টি মেকআপ, ব্রাইডাল মেকআপ (৮০০০-৩৫০০০), মেহেদি (৫০০-৮০০০), নেইল-হেয়ার-আইব্রো এক্সটেনশন।
এ ছাড়া রয়েছে বিভিন্ন প্যাকেজ।
ঢাকায় ‘বিউটি রুম বাই আফরিন’ ও ‘আফরিন’স বিউটি অ্যান্ড স্পা’ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতেও আরও দুটি বিউটি সেলুন রয়েছে আফরিন ইসলামের।
বিউটি রুম বাই আফরিন-এর ঠিকানা: ধানমন্ডি ৭/এ, হাউস নাম্বার ৬৮, ঢাকা
আফরিন' বিউটি অ্যান্ড স্পা-এর ঠিকানা: ১৫/১-২ বিশ্বাস স্বপ্নীল, জিগাতলা, ঢাকা
মন্তব্য করুন