কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৬:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

বৈশাখী ভূরিভোজ

তৃণা শর্মা
বৈশাখী ভূরিভোজ

নববর্ষ মানেই বাঙালির ভূরিভোজ আর আনন্দের উদযাপন। এদিন নানা বাঙালি পদেই চলে নববর্ষের খাওয়াদাওয়া। আপনাদের জন্য তেমনি কয়েকটি মজাদার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী তৃণা শর্মা। ছবি তুলেছেন রনি বাউল

পায়েস

উপকরণ: দুধ ১ লিটার, গোবিন্দভোগ চাল ১০০ গ্ৰাম, চিনি ২৫০ গ্ৰাম, ঘি ১ টেবিল চামচ, কাজুবাদাম ও কিশমিশ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি: একটু গভীর পাত্রে দুধ হালকা আঁচে জ্বাল দিয়ে ঘন করুন। গরম করার সময় অনবরত নাড়তে থাকুন হাতা দিয়ে। এ সময়ে দুটি এলাচের গুঁড়া দুধে দিয়ে দিতে হবে। দুধ একটু ঘন হয়ে এলে তাতে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল ও এক চামচ ঘি দিয়ে দেবেন। দুধে চাল ভালো করে সিদ্ধ হয়ে গেলে তাতে যোগ করে দিতে হবে চিনি। চিনি দেওয়ার পর দুধ আর চাল আরও ভালো করে জ্বাল করতে হবে যেন চিনির পানি শুকিয়ে যায়। পায়েসের সুগন্ধ বের হলে কাজুবাদাম ও কিশমিশ দিয়ে হালকা করে নেড়ে পরিবেশন করতে হবে।

চিংড়ি মাছের মালাইকারি

উপকরণ: চিংড়ি মাছ ৪০০-৫০০ গ্রাম (বড় সাইজের), নারিকেলের দুধ ২৫০ মিলি, ঘি ৫০ গ্রাম, সয়াবিন তেল ১০০ গ্রাম, ক্রিম বা দুধের সর ৫০ গ্রাম, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবণ স্বাদমতো এবং সামান্য চিনি।

প্রস্তুত প্রণালি: মালাইকারি করার জন্য একটু বড় সাইজের চিংড়ি মাছ হলে ভালো হয়। প্রথমে মাছগুলোকে ভালো করে বেছে নিতে হবে। তারপর চিংড়িগুলোকে লবণ ও হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে। এরপর কড়াইতে সরিষার তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভাজতে হবে। তারপর চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখুন। তারপর ওই কড়াইয়ে ওই মাছ ভাজার তেলে থেঁতো করা গরম মসলা, তেজপাতা, জিরা ফোড়ন দিতে হবে। এরপর একটা বাটিতে হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া পানি দিয়ে ভালো করে গুলে কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা থেকে ভালো করে তেল ছাড়ার সঙ্গে সঙ্গে চিংড়িগুলো দিয়ে দিন। এরপর ভালো করে নেড়েচেড়ে পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর স্বাদমতো লবণ ও চিনি এবং নারিকেলের দুধ দিয়ে ঢাকা দিতে হবে। হয়ে গেলে পরিবেশন করুন।

মাটন কোরমা

উপকরণ: ১ কেজি খাসির মাংস, ১ কাপ দই, ২টা লেবুর রস, ৭টি পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ রসুন বাটা, ১/২ টেবিল চামচ আদা বাটা, ১/৪ কাপ কাজুবাদাম, ১/২ চা চামচ বেসন, ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, পরিমাণমতো গোটা ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, জায়ফল, জয়ত্রি, ১টি বড় এলাচ, ১ চিমটি কেশর, ২ কাপ জল, ১ চা চামচ করে লবণ, হলুদ, চিনি লঙ্কা গুঁড়া, ২ চা চামচ গরম মসলা গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, ১.৫ চা চামচ জিরা গুঁড়া, ৪ টেবিল চামচ ঘি ও ২ টেবিল চামচ সাদা তেল।

প্রস্তুত প্রণালি: মাংসে লেবুর রস দিয়ে দুই ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। পেঁয়াজ ভেজে কাজু বাদামের সঙ্গে বেটে নিতে হবে। দইয়ের সঙ্গে বেসন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, ক্রিম মিশিয়ে নিন। কড়াইয়ে ঘি গরম করে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে রসুন-আদা বাটা দিয়ে মাংস কষিয়ে নিন। লবণ ও হলুদ দিয়ে দিন। ১০ মিনিট পর কাজুবাদাম ও পেঁয়াজ বাটা দিয়ে আবার কষিয়ে নিন। আরও ৫-১০ মিনিট পর দইয়ের মিশ্রণ দিতে হবে। ভালো করে কষা হলে মাংসের মিশ্রণটিতে পরিমাণমতো পানি দিয়ে দিতে হবে। মাংসের পানি ফুটে উঠলে এ সময় উষ্ণ পানিতে ভেজানো কেশর, চিনি ও গোলাপজল মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর গরম মসলা গুঁড়া ও আর একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। এতে ঘন গ্রেভি থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

কুরিয়ারে ঢাকায় আসছিল ভারতীয় বিস্ফোরক, অতঃপর...

ভোটের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব‍্যবহার করতে দেবে না সৌদি আরব

প্লেব্যাক শিল্পীদের অধিকার আদায়ে যা বললেন ন্যান্সি

অবসরের কারণ জানালেন অরিজিৎ সিং

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টানা পাঁচ জয়

ইতালি সরকারের কঠোর সিদ্ধান্ত, কঠিন হচ্ছে প্রবেশ

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

গোপালগঞ্জে শ্রমিক নেতা হত্যা : ৫ জনের ফাঁসি, চারজনের আমৃত্যু কারাদণ্ড

১০

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

১১

এনআরবি গ্রাহকদের জন্য চার্জ-ফ্রি বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করল কমিউনিটি ব্যাংক

১২

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৩

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সর্বকালের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম, ভরি কত?

১৫

অরিজিতের গান ছাড়ার সিদ্ধান্তে মুখ খুললেন বোন অমৃতা

১৬

এনটিআরসিএ সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ আজ

১৭

যে কারণে বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলাতে রাজি হয়নি আয়ারল্যান্ড

১৮

ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব

১৯

উন্নত ফর্মুলা ও আধুনিক প্যাকেজিংয়ে বাজারে ফিরেছে পন্ডস সুপার লাইট জেল

২০
X