ঢাকার সাভারের আশুলিয়ায় হুরাইরা আক্তার কামনা (১৭) নামের এক দশম শ্রেণির ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিরানী বাসস্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) সকাল ৯টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত হুরাইরা কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল কাদেরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত শুক্রবার হুরাইরাকে নিজ জেলা কিশোরগঞ্জ থেকে সাভারে নিয়ে আসেন কাদের। পরদিন শনিবার রাত ১২টার দিকে হুরাইরার অসুস্থতার কথা জানিয়ে তার পরিবারকে ফোন দেন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে পৌঁছালেও এর আগেই হুরাইরার মৃত্যু হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ জানায়, প্রেম ঘটিত কারণে মনোমালিন্য তৈরি হয়েছিল দু’জনের মধ্যে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপে বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যা করেছে হুরাইরা।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস কালবেলাকে জানান, ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন