কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৯:০৪ পিএম
আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

তুর্কি আকাশে তালা, কূটনৈতিক ঘেরাটোপে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

তুরস্ক তার আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই নিষেধাজ্ঞার ফলে সরাসরি ফ্লাইটের পথ রুদ্ধ হলেও, আজারবাইজানের রাজধানী বাকুতে তার সফর সম্পূর্ণ বাতিল করা হয়নি। বরং বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে তিনি সফর চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

রোববার (৪ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে এ ধরনের জটিলতা এবারই প্রথম নয়।

এর আগেও, ২০২৪ সালের নভেম্বরে নিরাপত্তার কারণ দেখিয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আজারবাইজানে অনুষ্ঠিত জাতিসংঘের কপ২৯ জলবায়ু সম্মেলনে যোগদানের পরিকল্পনা বাতিল করেছিলেন। পরে জানা যায়, সেই সিদ্ধান্তের নেপথ্যেও তুর্কি আকাশসীমা ব্যবহার করতে না পারার বাধা ছিল।

প্রসঙ্গত, আজারবাইজান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচলের সুবিধা সীমিত। সাধারণত তুরস্কের আকাশসীমা ব্যবহার করেই ইসরায়েলি নেতারা বাকু সফর করেন। তবে তুরস্ক এ পথ বন্ধ করে দেওয়ায় ইসরায়েলের জন্য বিকল্প পথ এখন কেবল সিরিয়া, ইরাক কিংবা ইরানের আকাশসীমা। কিন্তু এসব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কও শীতল বা বৈরী হওয়ায় তা নিরাপদ কিংবা সহজ নয়।

বিশ্লেষকদের মতে, গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিন ইস্যুতে তুরস্কের কঠোর অবস্থান ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। সম্প্রতি তুরস্ক সরকার গাজা পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে একাধিকবার কড়া ভাষায় সমালোচনা করেছে এবং কিছু সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপও নিয়েছে।

উল্লেখ্য, আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করার ঘটনাকে শুধু কৌশলগত নয়, বরং রাজনৈতিক চাপ তৈরির একটি কৌশল হিসেবেও দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এটি ইসরায়েলের কূটনৈতিক কর্মকাণ্ড ও মধ্যপ্রাচ্যে তাদের গতিশীলতা সীমিত করার একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আজারবাইজান সফরের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচি এভাবে বাধাগ্রস্ত হওয়া এ অঞ্চলে ভূরাজনৈতিক টানাপোড়েনেরই প্রতিফলন। মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে দেশগুলোর পারস্পরিক সম্পর্ক এখন আরও জটিল হয়ে উঠছে, যার পরিণতিতে এমন কূটনৈতিক ও লজিস্টিক সংকট সামনে আসছে বারবার।

এই পরিস্থিতি ভবিষ্যতে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক কূটনীতি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তাও তুলে ধরছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামিক রিলিফ বাংলাদেশে ইন্টার্ন করার সুযোগ

পুয়ের্তো রিকোকে গোলবন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার জয়

চীনকে ঠেকাতে অভিনব উদ্যোগ ভারতের

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

৩৫ বছর পর আজ চাকসুর ভোট

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

১০

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

১১

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারলেন না মিরাজরা

১২

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

১৩

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

১৪

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

১৫

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৬

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১৭

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১৮

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১৯

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

২০
X