সানিয়া সুলতানা লিজা। রিয়্যালিটি শোয়ের মাধ্যমে সংগীতজগতে পা রাখেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তাও। বিয়ে-পরবর্তী কন্যা সন্তানের মা হওয়ার কারণে দীর্ঘদিন স্টেজ শো বা গান প্রকাশ থেকে একটু বিরতিতে ছিলেন তিনি। তবে কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর আবারও গানের ভুবনে ব্যস্ত হয়ে উঠেছেন লিজা।
নিজের কণ্ঠে মৌলিক গান প্রকাশেও মনোযোগী হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে লিজার দীর্ঘদিনের একটা স্বপ্নও পূরণ হলো। বাংলাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী, সুরকার ও সংগীত পরিচালক নকীব খানের সুরে লিজার একটি গান গাওয়ার ইচ্ছা ছিল। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো। ড. শোয়েব আহমেদের লেখা ‘পূর্ণিমা চাঁদ’ শিরোনামের একটি গানের সুর করেছেন নকীব খান। যে গানটির সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। আর এই গানটিতে কণ্ঠ দিয়েই লিজার স্বপ্ন পূরণ হলো।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। এরই মধ্যে লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লিজা’তে গানটি প্রকাশিত হয়েছে। লিজা বলেন, ‘আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল নকীব খান স্যারের সুরে একটি গান করার। এই গানটি গাওয়ার মধ্য দিয়ে আমার সেই স্বপ্ন পূরণ হলো। শিল্পীদের জীবনে মনে হয় সবার ক্ষেত্রেই এমন হয় যে, শুধু নিজের একান্ত ভালো লাগার মতো কিছু গান হয়ে যায়, যা হয়তো বা অনেক জনপ্রিয় হয় না বা দেশের আনাচে-কানাচে বাজে না। কিন্তু শিল্পীর কাছে সেই গান অনেক বেশি প্রিয়। সেই গান তার নিজেকে চেনাবার স্বাক্ষরও বহন করে। নকীব স্যারের সুরের এই গান আমার সেই নিজেকে চেনাবার স্বাক্ষর বহন করা আরেকটি গান। ধন্যবাদ গানটির গীতিকারসহ শ্রদ্ধেয় ফোয়াদ নাসের বাবু স্যারকে। সবার সম্মিলিত প্রয়াসে এই গান শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়া হলো। গানটি প্রকাশের পর আমি একুট একটু করে সাড়া পাচ্ছি।’
মাতৃত্বের বিরতির পর আরও নতুন মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন লিজা। তার নতুন গানের শিরোনাম ‘তুমি এলে’। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, সংগীতায়োজন করেছেন মীর মাসুম। লিজা জানান, তার নিজস্ব ইউটিউব চ্যানেলই গানটি প্রকাশ পাবে।