বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাইয়ের পাঁচ ওয়েব সিরিজ

জুলাইয়ের পাঁচ ওয়েব সিরিজ। ছবি : সংগৃহীত
জুলাইয়ের পাঁচ ওয়েব সিরিজ। ছবি : সংগৃহীত

ওটিটি প্ল্যাটফর্মে জুলাই মাসে প্রকাশ পাচ্ছে বেশ কয়েকটি জনপ্রিয় ওয়েব সিরিজ, যার মধ্যে রয়েছে ‘দ্য স্যান্ডম্যান সিজন ২’, ‘দ্য হান্ট: দ্য রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস’, ‘স্পেশাল অপস সিজন ২’, ‘বিচ এক্স রিচ’ ও ‘আনটেমড’। এই সিরিজগুলো স্ট্রিম হবে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, সনি লিভ এবং জি৫-এর মতো ওটিটি প্ল্যাটফর্মে। জুলাই মাসে মুক্তির তালিকায় থাকা জনপ্রিয় এই সিরিজগুলো নিয়ে আজকের আয়োজন।

বিচ এক্স রিচ

জনপ্রিয় কোরিয়ান টিন-থ্রিলার সিরিজ ‘বিচ এক্স রিচ’ এর নতুন মৌসুম প্রকাশ পেতে যাচ্ছে। নেটফ্লিক্সে দ্বিতীয় সিজন ৩ জুলাই থেকে স্ট্রিমিং শুরু হবে। এবারের পর্বে দেখা যাবে চেওংডাম ইন্টারন্যাশনাল হাই স্কুলের অভিজাত সমাজব্যবস্থায় চরম ভাঙন এসেছে। ক্ষমতার শীর্ষে থাকা ডায়মন্ড ৬-এ জায়গা করে নিয়েছেন কিম হে ইন—একজন সাধারণ, সুবিধাবঞ্চিত পটভূমি থেকে উঠে আসা ছাত্রী। গল্পে আরও দেখা যাবে দুটি হত্যাকাণ্ড, যার প্রত্যক্ষদর্শী কিম হে ইন নিজেই। প্রথম সিজনের পর থেকেই দর্শকদের মধ্যে সিজন ২ নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। সিরিজটি পরিচালনা করেছেন মিন জি ইয়ং। এতে অভিনয় করেছেন লি ইউন জং, ইউ জং হু, হান জি হা ও আরও অনেকে।

দ্য স্যান্ডম্যান সিজন ২

টম স্টারিজ অভিনীত জনপ্রিয় ডার্ক ফ্যান্টাসি সিরিজ ‘দ্য স্যান্ডম্যান’ আবার ফিরছে নতুন অ্যাডভেঞ্চারের সঙ্গে। নতুন এই সিজনে দেখা মিলবে বোয়েড হোলব্রুক ও ভিভিয়েন অ্যাচ্যাম্পংয়ের। আসন্ন এই কিস্তিতে দর্শকরা দেখতে পাবেন রহস্য, ভ্রমণ, পুরোনো বন্ধুত্ব ও গুরুতর দায়িত্ব নিয়ে মর্ফিয়াসের নতুন আবিষ্কার। ‘দ্য স্যান্ডম্যান’ সিজন ২ নেটফ্লিক্সে ৩ জুলাই মুক্তি পাবে। জেমি চাইল্ডস পরিচালিত এতে অভিনয় করেছেন টম স্টারিজ, বোয়েড হোলব্রুক, ভিভিয়েন অ্যাচ্যাম্পং, প্যাটন ওসওয়াল্টসহ আরও তারকারা।

দ্য হান্ট: দ্য রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য হান্ট: দ্য রাজীব গান্ধী অ্যাসাসিনেশন কেস’ পরিচালনা করেছেন নাগেশ কুকুনুর। গল্পে দেখা যাবে ১৯৯১ সালের নির্বাচনী প্রচারসভায় আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এ ঘটনা কেন্দ্র করে শুরু হয় ৯০ দিনব্যাপী একটি চাঞ্চল্যকর তদন্ত, যেখানে উঠে আসে এলটিটিইয়ের সম্পৃক্ততার প্রমাণ। এরপর একে একে গ্রেপ্তার ও সাজা দেওয়া হয় ষড়যন্ত্রকারীদের। ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ এ হত্যাকাণ্ডের পেছনের গল্প উঠে আসবে এই সিরিজে। সনি লিভে এটি প্রচার হবে ৪ জুলাই থেকে। এতে অভিনয় করেছেন অমিত সিয়াল, সাহিল ভেদ, দানিশ ইকবাল, সৌরভ দুবেসহ আরও অনেকে।

স্পেশাল অপস সিজন ২

জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ‘স্পেশাল অপস’ সিরিজের দ্বিতীয় সিজন নিয়ে ফের হাজির হচ্ছেন কেকে মেনন। হিম্মত সিংহ চরিত্রে আবারও তাকে দেখা যাবে। এ পর্বে তাকে মোকাবিলা করতে হবে সাইবার আক্রমণের বিরুদ্ধে। এর এক ঝলক এরই মধ্যে ট্রেলারে দেখানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অন্ধকার সম্ভাবনা এবং ইউপিআই ব্যাংকিং সিস্টেমসহ ভারতের ডিজিটাল আর্থিক পরিকাঠামোর ওপর হামলা ঠেকাতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে তাকে। নিরাজ পাণ্ডের পরিচালনায় এ পর্বে কেকে মেননের সঙ্গে দেখা যাবে বেশ কিছু নতুন মুখকে। জিও হটস্টারে সিরিজটি প্রকাশ পাবে ১১ জুলাই।

আনটেমড

নেটফ্লিক্সের নতুন মিনি সিরিজ ‘আনটেমড’ ১৭ জুলাই থেকে স্ট্রিমিং হবে। ছয় পর্বের এই থ্রিলার সিরিজটি নির্মাণ করেছেন মার্ক এল স্মিথ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এরিক বানা, যিনি ‘কাইল টার্নার’ নামক বিশেষ এজেন্টের ভূমিকায় রয়েছেন। সিরিজের কাহিনি ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ঘটে যাওয়া একটি নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। কাইল টার্নারকে এই হত্যার তদন্তে নিযুক্ত করা হয়, যেখানে তিনি পার্কের অজানা বিপদ এবং নিজের অতীতের গোপনীয়তার মুখোমুখি হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কিত মন্তব্য, ভারতকে হুঁশিয়ারি সিন্ধুর মুখ্যমন্ত্রীর

স্মৃতি মান্ধানার হবু বর পলাশ মুচ্ছালকে ঘিরে নতুন বিতর্ক

২৯ নভেম্বর মক ভোট : ইসি সচিব

মেট্রোরেলের ভাড়া কার্ডে প্রথম দিনই অনলাইন রিচার্জে বাধা 

চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে ‘ভোমা বিড়াল’ : অ্যাটর্নি জেনারেল

ইএমই কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

রাস্তার পাশে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

টি-টোয়েন্টিতে মালয়েশিয়ার অলরাউন্ডারের বিরল কীর্তি

নামের জটিলতা কাটিয়ে শুরু হচ্ছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ

একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু হাসপাতালে ভর্তি

১০

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

১১

ভূমিকম্পের সময় ছাত্রদের আগলে রাখা সেই মাদ্রাসাশিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

১২

তপশিল ঘোষণার সময় জানালেন নির্বাচন কমিশনার

১৩

ভারতকে হোয়াইটওয়াশ করার পথে প্রোটিয়ারা

১৪

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেটেবের ২ নেতা বহিষ্কার

১৫

আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নির্বাচনের উপযোগী : মির্জা ফখরুল

১৬

মেট্রোরেল কার্ডে অনলাইন রিচার্জ চালু, কীভাবে করবেন

১৭

জুবিন গার্গের মৃত্যু দুর্ঘটনা নয়, চাঞ্চল্যকর দাবি আসামের মুখ্যমন্ত্রীর

১৮

‘এত ঋণ নিয়ে শীর্ষ লিগে খেলার যোগ্যই নয় বার্সা’

১৯

রোহিঙ্গাদের আরও ৫০ লাখ ডলার অনুদান দক্ষিণ কোরিয়ার

২০
X