জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি নতুন গান প্রকাশ পাচ্ছে এ গুণীর। গানের শিরোনাম ‘মেঘলা আকাশ’। গানের প্রথম দুটি লাইন এমন—‘মেঘলা আকাশ ভেঙে পড়ে আমার জানালায়, সময়গুলো থমকে যেন যায়’। গানটি লিখেছেন আব্দুল ও সোহানা। তারা দুজন স্বামী-স্ত্রী। সুর ও সংগীত করেছেন আব্দুল। ফাহমিদা নবীর সঙ্গে গেয়েছেনও আব্দুল।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এর আগেও আমি বৃষ্টি নিয়ে গান গেয়েছি। কিন্তু আব্দুল ও সোহানার লেখা এ গানটি এত বেশি ভালো লেগেছে আমার, যা ভাষায় প্রকাশের নয়। গানের কথা ও সুরের এত চমৎকার মেলবন্ধন আগে আমার কোনো বৃষ্টির গানে পাইনি আমি। গানটি নিয়ে ভীষণ আশাবাদী এবং ভীষণ উচ্ছ্বসিত। গানটি এতই চমৎকার যে, আমরা আগামী মাসের শুরুতে সিলেটে এ গানের মিউজিক ভিডিও করতে যাচ্ছি। যেন মেঘলা আকাশ গানটির যথাযথ ভিডিও হয়। এ গানের কোনোরকম ভিডিওর পক্ষপাতী আমি নই, তাই মূলত সিলেটে যাওয়া।
আশা করছি গানটি যেমন মনের মতো হয়েছে, ভিডিওটিও হবে আরও অনেক বেশি ভালোলাগার। ধন্যবাদ আব্দুল ও সোহানাকে এত চমৎকার একটি গানের জন্য।’
সংগীতশিল্পী ফাহমিদা নবী দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে ফিরেই ব্যস্ত হয়ে গেছেন গানে। এরই মধ্যে টেলিভিশন লাইভেও দেখা গেছে তাকে। আছে নতুন গানের ব্যস্ততাও।
মন্তব্য করুন