ব্ল্যাকপিংক তারকা জিসু ও সাবেক ওয়ান ডিরেকশন সদস্য জায়ন মালিক একসঙ্গে গাইছেন নতুন গান ‘আইস ক্লোজড’-এ। বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে তারা ঘোষণা দিয়েছেন, গানটি আসছে ১০ অক্টোবর।
প্রথমে ধারণা করা হয়েছিল, জায়ন মালিক নাকি ব্ল্যাকপিংকের রোজের সঙ্গে কাজ করছেন। কিন্তু সাম্প্রতিক ঘোষণায় নিশ্চিত হয়, এই সহযোগিতায় রয়েছেন জিসু। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়—জিসুর পেছনে দাঁড়িয়ে রয়েছেন জায়ন, দুজনের রসায়ন ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
জিসু ও জায়নের সংগীতধারা ভিন্ন হলেও তাদের কণ্ঠ একসঙ্গে বেশ মানিয়ে গেছে বলে জানিয়েছেন অনেকে। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ঝলকে শোনা গেছে গানের কোরাসের অংশ, যেখানে রয়েছে লিরিকস—উই শুড ফল ইন লাভ উথ আওয়ার আইস ক্লোজড’। গানটির ভাবনায় রয়েছে প্রেম ও মুক্তির দার্শনিক ব্যাখ্যা— চোখ বন্ধ করেও ভালোবাসা সম্ভব। যদিও এখনো কোনো মিউজিক ভিডিও ঘোষণা আসেনি, ভক্তরা আশাবাদী তারা একসঙ্গে পর্দায়ও ধরা দেবেন।
গানটি মুক্তির পরই বোঝা যাবে—জিসু ও জায়নের এই যৌথ সংগীত কেমন ঝড় তোলে বিশ্ব সংগীত অঙ্গনে।
মন্তব্য করুন