দীর্ঘ ভ্রমণের ধকল ও দলের সঙ্গে মাত্র এক সেশন অনুশীলন করার কারণে সামিত সোমের একাদশে থাকা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত কানাডা প্রবাসী মিডফিল্ডারকে বেঞ্চে রেখেই একাদশ সাজিয়েছেন হাভিয়ের ক্যাবরেরা।
প্রত্যাশিতভাবে একাদশে আছেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। ৪-৪-২ ফর্মেশনে গোলপোস্টের নিচে আছেন মিতুল মারমা। রক্ষণের দুই সেন্টার ব্যাক—কাজী তারিক রায়হান ও শাকিল আহাদ তপু। তপু বর্মণ সেন্টারব্যাক পজিশনে প্রথম পছন্দ ছিলেন। কিন্তু চোটের কারণে বসুন্ধরা কিংসের ডিফেন্ডারকে বেঞ্চে রাখেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ। লেফট ব্যাক পজিশনে ছিলেন সাদ উদ্দিন এবং রাইট ব্যাকে তার সহোদর তাজ উদ্দিনকে রেখেছেন কাবরেরা।
সামিত সোমের অনুপস্থিতিতে মাঝমাঠে হামজার সঙ্গী হয়েছিলেন সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিন। আক্রমণভাগে ছিলেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমের কাঁধে। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি মেহেদি হাসান মিঠু, জাহিদ হোসেন শান্ত, পাপ্পু হোসেন, কাজেম শাহ কিরমানি ও আল আমিনের। পাঁচজনের মধ্যে চোটে ভুগছিলেন আল আমিন।
বাংলাদেশ একাদশ: (৪-৪-২)
মিতুল মারমা, সাদ উদ্দিন, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা জুনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম
মন্তব্য করুন