‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা দেখতে গোপালগঞ্জের হলগুলোতে প্রতিদিনই ভিড় বাড়ছে। ভিড় বাড়ার কারণে কর্তৃপক্ষকে মাঝেমধ্যে হিমশিম খেতে হচ্ছে। প্রতি শোতে আসন সংখ্যার থেকে অধিক দর্শক থাকায় হলের সিঁড়িতে বসে সিনেমাটি দেখছেন অনেকে। গোপালগঞ্জ শহর ও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সিনেমাটি দেখার সুযোগ করে দিচ্ছে প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষ।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন ও টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সিনেমাটি দেখানো হচ্ছে। ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছে গত ১৩ অক্টোবর, সেই থেকে হলগুলোতে ভিড় লেগেই আছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর গোপালগঞ্জ জেলা শহরে ও টুঙ্গিপাড়ায় দুটি করে শো চলে। প্রথম দিনে ২ হাজার ৪০০ জন সিনেমাটি দেখেন। এরপর থেকে প্রতিদিন তিনটি করে শো চালানো হচ্ছে। তাতে দিনে ৩ হাজার ৮০০ মানুষ সিনেমাটি দেখেন।