গতকাল শনিবার দুপুর ৩টায় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের নিয়ে স্টার সিনেপ্লেক্স-এসকেএস টাওয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও মাননীয় সচিব জনাব মাসুদ বিন মোমেন। এ ছাড়া উপস্থিত ছিলেন ৪৮টি বিদেশি মিশনের কূটনৈতিক এজেন্ট এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।