মহিউদ্দীন মাহি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৩:২৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ১২:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

ব্যান্ড ইন্ডাস্ট্রি নিয়ে নতুন ভাবনা বামবার

ব্যান্ড ইন্ডাস্ট্রি নিয়ে নতুন ভাবনা বামবার

সংগীতশিল্পী খালিদ সাইফুল্লাহর মৃত্যুর পর অনেকটাই নড়েচড়ে বসেছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা)। দেশের হয়ে ব্যান্ড শিল্পীদের অবদান নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে সংগঠনটি। রাষ্ট্রীয় স্বীকৃতিসহ কালজয়ী গানগুলো নিয়ে আলাদা করে সম্মানিত করার জন্য তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে তাদের আবেদনের বিষয়ে জোর দেওয়া হবে। কালবেলাকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হামিন আহমেদ ও সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু।

খালিদের আত্মার শান্তি কামনা করে শুরুতেই বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রি দেশের হয়ে বিশ্বের বুকে স্বাধীনতার আগে থেকে প্রতিনিধিত্ব করছে। সেই থেকে এখন অবধি খোলা মাঠের নিচে ব্যান্ডের কনসার্ট করলে কানায় কানায় ভরে যায়। দর্শকদের দাঁড়ানোর জায়গা থাকে না। যা শুধু দেশে নয়, দেশের বাইরেও নিয়মিত দেখা যায়। কিন্তু এমন একটি ইন্ডাস্ট্রির গানের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। নেই কোনো জাতীয় পুরস্কার। বেসরকারিভাবেও এই গানের সঙ্গে যুগে যুগে যুক্ত থাকার পরও কোনো শিল্পী জীবিত অবস্থায় তার অবদানের স্বীকৃতি পাচ্ছে না। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং হৃদয় বিদারক। এমন হলে নতুন প্রজন্ম যারা নতুন করে ব্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চাচ্ছে, তারা তো মুখ ফিরিয়ে নেবে। নতুনদের আগমনে আমরা বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) রাষ্ট্রীয় স্বকৃতিসহ সবার কালজয়ী গানগুলো আলাদাভাবে যেন সম্মানিত করা হয়, সে বিষয়ে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নেব।’

এ সময় হামিন বামবার ওয়েব সাইটসহ তিনটি বিষয় নিয়ে কথা বলেন। তিনি জানান, ‘আমরা প্রথমেই বামবার একটি ওয়েব সাইট চালু করব। যেখানে বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির ইতিহাস, থেকে শুরু করে বর্তমান প্রজন্মের সবকিছু বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। দ্বিতীয় : আমাদের ব্যান্ডের কালজয়ী গানগুলো নিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। এগুলো তো বললেই হয়ে যাবে না। তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতা করা দরকার মন্ত্রণালয়কে সব কিছু দিয়ে সহযোগিতা করব। এর আগে আমরা নিজেদের মধ্যে একটি প্রাথমিক মিটিং করব। আমরা চাই প্রতিটি ব্যান্ড তাদের কালজয়ী গানের জন্য সম্মানিত হোক।

তৃতীয় : যদি এমনটা নাও হয়—তাহলে বামবার আওতায় যেসব ব্যান্ড রয়েছে তাদের জন্য আলাদাভাবে কিছু করার চেষ্টা করব। এভাবে খালি হাতে আর যেন কাউকে বিদায় নিতে না হয়।’

গানের স্বীকৃতি নিয়ে ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা ও বামবার সহসভাপতি শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘আমাদের ব্যান্ড ইন্ডাস্ট্রির জন্য রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। আমাদের শিল্পীরা যারাই চলে গিয়েছেন তারই এই স্বীকৃতি না পেয়েই চলে গিয়েছেন। সব শেষ খালিদ চলে গেল। তবে ব্যান্ড সংগীতের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আমরা বামবার থেকে কার্যকারী পরিষদের সঙ্গে যোগাযোগ করব। সে বিষয়ে আমরা নিজেরা আগে বসব। এরপর তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে অফিসিয়ালি জানানো হবে।’

এ সময় ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা ও দেশের হয়ে প্রতিনিধিত্বের বিষয়ে টিপু আরও বলেন, ব্যান্ড সংগীতের জনপ্রিয়তা দেশের তরুণ, মধ্যবয়সী থেকে শুরু করে সবার কাছেই সমানে সমান। এখন এটি আরও বেড়েছে। যার প্রমাণ দেশজুড়ে ব্যান্ডের কনসার্ট। এখন প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে কনসার্টের আয়োজন হচ্ছে। দর্শকদের কাছে ব্যান্ডের গানের চাহিদা বেড়েছে। সবশেষ চট্টগ্রামে জয় বাংলা কনসার্ট ইতিহাস গড়েছে। বলতে গেলে ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা কোনো কিছুর থেকেই কোনো অংশে কম নয়। তাই রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি ব্যান্ড সংগীতে অবদান রাখা শিল্পীদের অর্জন নিয়েও আমরা কাজ করাচ্ছি।’

এ সময় ব্যান্ড ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে আরও বেশি পরিচিত করার বিষয়েও কথা বলেন ব্যান্ড ইন্ডাস্ট্রির এ দুই কিংবদন্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের মাটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান সাকিব

মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায়

ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে : বুলবুল

সময়মতো স্বাস্থ্যসেবা পাওয়া আমাদের মৌলিক অধিকার : মাসুদুজ্জামান

‎জকসু নির্বাচন / প্রার্থীদের ডোপটেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর

ডিসেম্বরের ৬ দিনে রেমিট্যান্স এলো ৬৩ কোটি ২০ লাখ ডলার 

সালমান এফ রহমানসহ ৬ জনের ‎বিরুদ্ধে পৃথক তিন মামলা

ডা. আসিবুলের বেতন বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না : আদালত

আইজিপির অপসারণ ও বিচার চাইলেন পিন্টুর স্ত্রী

১০

নিবন্ধনহীন নারী রাষ্ট্রের চোখে অদৃশ্য : নারীর অধিকার সুরক্ষায় শতভাগ নিবন্ধন জরুরি

১১

চট্টগ্রামে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে ব্যারিস্টার মীর হেলাল

১২

কালবেলার অনুসন্ধানে ধরা হানিট্র্যাপ চক্র, আটক ২

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

১৪

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি

১৫

‘দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে’

১৬

আরএমপির ১২ থানায় ওসি পদে রদবদল

১৭

রাবির দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ

১৮

খালেদা জিয়ার সুস্থতার জন্য আইইবিতে দোয়া মাহফিল

১৯

৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

২০
X