অভিনেত্রী দীপা খন্দকার। দেশের বিনোদন অঙ্গনে কাজের মাধ্যমে নিজেকে তিনি প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন। কাজ করছেন অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমায়। বছরজুড়েই থাকে তার অভিনয় ব্যস্ততা। ঈদ আসলে এই ব্যস্ততা আরও বেড়ে যায় তার।
এবারের ঈদটি দীপার জন্য স্মরণীয় একটি ঈদ হতে যাচ্ছে। কারণ বড় পর্দা, ছোট পর্দা ও ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে তার সিনেমা, নাটক ও ওয়েব সিরিজ। পেশাগত দিক থেকে এটি তার সেরা ঈদ হতে যাচ্ছে।
দীপা জানান, এবারের ঈদটি ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম ঈদ হতে যাচ্ছে তার জন্য। কামরুজ্জামান রোমান পরিচালিত জ্বীন টু সিনেমায় দেখা যাবে তাকে। এতে তিনি প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের বিপরীতে অভিনয় করেছেন। এ ছাড়া ওটিটিতে ভিকি জাহিদের পরিচালনায় রুমি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। সিরিজটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া ইউটিউবে প্রকাশ হবে তার বেশকিছু ঈদের নাটক।