কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আতাউর রহমান ভূঞা স্মরণে লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা
‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা

শিক্ষক ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞার ওপর রচিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।

গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, বাংলা ভিশনের নিউজ চিফ ড. আবদুল হাই সিদ্দিক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, বুয়েটের অধ্যাপক ও সাবেক বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. মো. রিয়াজ হাসান খন্দকার, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এসএমএ সবুর এবং গ্রন্থের প্রকাশক নিখিলচন্দ্র শীল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা-সংস্কৃতিকে যদি আলোর সঙ্গে তুলনা করা যায়, তাহলে গ্রন্থ হলো প্রদীপের আলো। আতাউর রহমান ভূঞার জীবনের আদর্শ, চিন্তা ও কর্মের নিখুঁত চিত্র এই গ্রন্থে ফুটে উঠেছে।

বক্তারা আরও বলেন, তার মতো দেশনিষ্ঠ মানুষেরা সমাজের অমূল্য সম্পদ, যারা নির্বিচারে দেশের জন্য আত্মনিবেদন করেন। নরসিংদীর শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস গ্রন্থটিকে পরিপূর্ণতা দিয়েছে।

গ্রন্থটির লেখক রঞ্জিত কুমার সাহা জানান, মোহাম্মদ আতাউর রহমান ভূঞা ছিলেন এমন একজন মানুষ যিনি একাধারে শিক্ষক, শিক্ষকনেতা এবং রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার জ্বালাময়ী বক্তৃতা, নির্লোভ জীবনধারা ও দেশপ্রেমিক চিন্তা-চেতনা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

প্রধান অতিথি ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ইতিহাসকে মুছে ফেলা যায় না। মোহাম্মদ আতাউর রহমান ভূঞার জীবন কাহিনি তার জ্বলন্ত প্রমাণ। তার সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ডিজিটাল যুগেও বই প্রকাশনা অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি তার প্রমাণ।

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আতাউর ভাই ছিলেন শিক্ষকদের আদর্শ, বামপন্থিদের নেতা। তার সাহসিকতা ও নৈতিকতাবোধ আজও আমাদের প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে বক্তৃতায় বক্তারা স্মরণ করেন, কীভাবে নরসিংদীর স্কুলে শিক্ষকতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আতাউর রহমান ভূঞা দেশের শিক্ষা ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গ্রন্থে আতাউর রহমান ভূঞার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড, শিক্ষক আন্দোলনে অবদান এবং তার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা এই মূল্যবান গ্রন্থকে শিক্ষক-ছাত্র ও সাধারণ পাঠকের জন্য একটি ইতিহাসের দলিল হিসেবে বিবেচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারকের ছেলে হত্যা : আসামি লিমন ফের ৫ দিনের রিমান্ডে

উদ্বোধন হলো বিএসটিআই-এর ই-সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম

টিভি পর্দায় রুক্মিনি মিত্র

টাইমস হায়ারের ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম ঢাবি

যশোরে এবার রস-গুড় বিক্রির লক্ষ্যমাত্রা ১০০ কোটি টাকা

স্কুলে ভর্তির আবেদন শুরু শুক্রবার, কীভাবে করা যাবে জানাল মাউশি

মানব পাচার মোকাবিলায় বিচারিক প্রক্রিয়ার সহায়তায় বেঞ্চবুক উদ্বোধন

তারেক রহমানের ৬১তম জন্মদিনে ৬১টি কোরআন বিতরণ

খুলনায় বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

সোনমের ঘরে আসছে নতুন অতিথি

১০

চেক প্রজাতন্ত্র / দুই ট্রেনের সংঘর্ষে আহত প্রায় অর্ধশত

১১

এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন কিডনি ক্যানসারে ভুগছেন

১২

আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে ‘গণভোট আইন’ করা হবে : আইন উপদেষ্টা

১৩

এক দিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

১৪

বর্তমান চ্যাম্পিয়ন ইনকিলাবকে হারিয়ে কালবেলার দ্বিতীয় জয়

১৫

স্কুলশিক্ষার্থীদের নিয়ে লায়ন কল্লোলের হাইজিন ক্যাম্পেইন শুরু

১৬

খেজুর গাছ থেকে পড়ে শিবির নেতার মৃত্যু

১৭

প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে

১৮

কায়সার কামালের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মবিনা জান্নাত

১৯

সাভারে তারেক রহমানের জন্মদিনে মানবিক সেবা

২০
X