শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আতাউর রহমান ভূঞা স্মরণে লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা
‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন। ছবি : কালবেলা

শিক্ষক ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞার ওপর রচিত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘শিক্ষকনেতা ও রাজনীতিবিদ মোহাম্মদ আতাউর রহমান ভূঞা’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।

গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, বিশিষ্ট সাংবাদিক বাসুদেব ধর, বাংলা ভিশনের নিউজ চিফ ড. আবদুল হাই সিদ্দিক, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, বুয়েটের অধ্যাপক ও সাবেক বিআইডব্লিউটিএ চেয়ারম্যান ড. মো. রিয়াজ হাসান খন্দকার, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এসএমএ সবুর এবং গ্রন্থের প্রকাশক নিখিলচন্দ্র শীল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা-সংস্কৃতিকে যদি আলোর সঙ্গে তুলনা করা যায়, তাহলে গ্রন্থ হলো প্রদীপের আলো। আতাউর রহমান ভূঞার জীবনের আদর্শ, চিন্তা ও কর্মের নিখুঁত চিত্র এই গ্রন্থে ফুটে উঠেছে।

বক্তারা আরও বলেন, তার মতো দেশনিষ্ঠ মানুষেরা সমাজের অমূল্য সম্পদ, যারা নির্বিচারে দেশের জন্য আত্মনিবেদন করেন। নরসিংদীর শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস গ্রন্থটিকে পরিপূর্ণতা দিয়েছে।

গ্রন্থটির লেখক রঞ্জিত কুমার সাহা জানান, মোহাম্মদ আতাউর রহমান ভূঞা ছিলেন এমন একজন মানুষ যিনি একাধারে শিক্ষক, শিক্ষকনেতা এবং রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার জ্বালাময়ী বক্তৃতা, নির্লোভ জীবনধারা ও দেশপ্রেমিক চিন্তা-চেতনা আজকের প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

প্রধান অতিথি ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ইতিহাসকে মুছে ফেলা যায় না। মোহাম্মদ আতাউর রহমান ভূঞার জীবন কাহিনি তার জ্বলন্ত প্রমাণ। তার সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ডিজিটাল যুগেও বই প্রকাশনা অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি তার প্রমাণ।

কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আতাউর ভাই ছিলেন শিক্ষকদের আদর্শ, বামপন্থিদের নেতা। তার সাহসিকতা ও নৈতিকতাবোধ আজও আমাদের প্রেরণা জোগায়।

অনুষ্ঠানে বক্তৃতায় বক্তারা স্মরণ করেন, কীভাবে নরসিংদীর স্কুলে শিক্ষকতা থেকে শুরু করে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আতাউর রহমান ভূঞা দেশের শিক্ষা ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

গ্রন্থে আতাউর রহমান ভূঞার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক কর্মকাণ্ড, শিক্ষক আন্দোলনে অবদান এবং তার চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গির বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা এই মূল্যবান গ্রন্থকে শিক্ষক-ছাত্র ও সাধারণ পাঠকের জন্য একটি ইতিহাসের দলিল হিসেবে বিবেচনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের দোকানের জন্য বিএনপি নেতাকে হত্যা করে ‘শুটার মিশুক’!

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সংঘর্ষ

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের সংবাদ সঠিক নয় : ইসি

কিশোরগঞ্জে আবাসিক হোটেলের লিফটে বরসহ আটকা ১০, ফায়ার সার্ভিসের উদ্ধার

বিএনপি ও জামায়াত সমর্থিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ!

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

১০

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

১১

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

১৩

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

১৪

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১৫

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১৬

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১৭

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

১৮

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

১৯

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

২০
X