কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

করোনাকালের ভয়াবহ স্মৃতির ঐতিহাসিক দলিল ‘করোনাপঞ্জি’

শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘করোনাপঞ্জি’ বই নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা
শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ‘করোনাপঞ্জি’ বই নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : কালবেলা

ফারাহ জাবিন শাম্মীর ‘করোনাপঞ্জি’ বই নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে। সারা বিশ্ব যখন করোনার ভয়াল থাবায় ঘরবন্দি তখন লেখক ফারাহ জাবিন শাম্মী কিছুটা সামাজিক দায়বদ্ধতা থেকেই করোনা সময়ের ঘটনাগুলো রোজনামচার আকারে লিপিবদ্ধ করা শুরু করেন। শুধু প্রতিদিনের তথ্যই নয়, একইসঙ্গে ব্যক্তিগত আবেগ, অনুভূতি, সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক বিপর্যয়, গুজব, বিশ্ব নেতাদের করোনা নিয়ে রাজনীতি, উদ্ভট তথ্য সবকিছুই স্থান পেয়েছে ৫৬০ পৃষ্ঠার বইয়ের মলাটে।

আলোচনা অনুষ্ঠানে করোনাপঞ্জির লেখিক বলেন, ‘করোনাকালীন সমাজে এবং সারা বিশ্বে নানা ধরনের ইস্যু তৈরি হয়েছে এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, যা আমি খুব সাধারণ একজন মানুষ হিসেবে ডায়েরিতে লিপিবদ্ধ করেছিলাম। টানা এক বছর ৯ মাস ১০ দিনের করোনাকালীন সময়ের কথা প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে স্বপ্ন ৭১ প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। করোনার তথ্য ছাড়াও ছোট ছোট কবিতা, গল্প, স্মৃতি ও নানা ধরনের ঘটনা তুলে ধরা হয়েছে। ব্যক্তিগত ডায়েরি বই আকারে প্রকাশ করার বিষয়টা আমার কাছে অবশ্যই ভালো লাগার, আনন্দের ও দারুণ অভিজ্ঞতারও। আমার লেখা এই বই নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন, যা আমাকে অনুপ্রাণিত করেছে, করছে।’

বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে সাবেক প্রধান তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান বলেন, করোনা ভাইরাস মহামারির ভয়ানক স্মৃতিতে ফারাহ জাবিন শাম্মী রোজনামচার আকারে উপস্থাপন করেছেন, একই সঙ্গে সেই সময়ের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিষয়গুলোকে মনের গভীর থেকে উপলব্ধির চেষ্টা করেছেন। প্রতিদিনের এসব বিবরণ শুধু তথ্যবহুলই নয়, বরং যে কোনো পাঠকের অনুভূতিকে ছুঁয়ে যাবে অতলে। এই বইয়ের কোনো কোনো ঘটনা আমাকে কাঁদিয়েছে। অনেক বড় একটি বই হলেও এর প্রতিটা পৃষ্ঠা- অন্য একটি পৃষ্ঠা পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে।’

ব্র্যাকের এসোসিয়েট ডিরেক্টর শরিফুল হাসান বলেন, ‘করোনাপঞ্জি বইটি একটা বড় রকমের ডকুমেন্ট হয়ে গেল। বইটি গবেষণাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের বই যত বেশি লেখা হবে ততই আমাদের জন্য সময়ের একটি দলিল তৈরি হবে। এই বইয়ের সবচাইতে বড় যে বিষয়টি আমাকে বিস্মিত করেছে লেখক একদিনের জন্যও এই ডায়েরি লেখা বন্ধ করেননি। বাবার মৃত্যু, নিজের করোনা আক্রান্ত হওয়া সে সব সময়েও তিনি লেখা থামিয়ে রাখেননি।’

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড কাউন্সেলিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আজহারুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সহযোগী হোমায়রা আহমেদ প্রমুখ।

তথ্যবহুল, গবেষণামূলক এই বইটি সংগ্রহ করার জন্য পাঠকদের আহ্বান জানিয়ে স্বপ্ন ৭১ প্রকাশনের প্রকাশক আবু সাঈদ অনুষ্ঠান শেষ করেন। স্বপ্ন ৭১ প্রকাশনের এই আয়োজনের সঙ্গে সহআয়োজক হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক সংগঠক ‘মুক্ত আসর’ ও বইবিষয়ক ম্যাগাজিন ‘বইচারিতা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোশ্যাল মিডিয়া ট্রল নিয়ে যা বললেন পরেশ রাওয়াল

আ.লীগ সরকার বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে : দুলু

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার সময় ৫ জেলে আটক

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বাগছাস নেতাকর্মীরা

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে ইসরায়েল

স্বাস্থ্য উপদেষ্টা কেন সিঙ্গাপুরে চিকিৎসা নেন, জানালেন আসিফ মাহমুদ

রঙিন পর্দা কাঁপানো নায়িকা থাকতেন বস্তিতে, সংসার চালাতেন হকারি করে

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির একদিন পরেই ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স চায় না সংগ্রাম পরিষদ

১০

দৌলতদিয়ায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি

১১

এবার নতুন আলটিমেটাম ডিসি সারওয়ারের

১২

বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২

১৩

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

১৪

বিশাল অস্ত্র চুক্তি বাতিল, ইসরায়েলের শত্রু হয়ে উঠছে স্পেন?

১৫

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের শীর্ষ ধনী দেশ

১৬

কর ফাঁকি / অতিরিক্ত সচিবসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

১৭

অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এলো ‘কারকুমা ভেজস্প্রেড’

১৮

তিন মামলায় অব্যাহতি পেলেন চসিক মেয়র

১৯

ইডেন কলেজে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান

২০
X