ফিলিস্তিনের বিপদে রাষ্ট্র হিসেবে বাংলাদেশেরও উচিত তাদের পাশে দাঁড়িয়ে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলা। এ বিষয়ে দ্রুত কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
ফিলিস্তিনের গাজা ও রাফাসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাবাহিনীর নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে দেশব্যাপী প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। তারই অংশ হিসেবে শনিবার (১ জুন ) বিকেল জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচীর সহসভাপতি জামসেদ আনোয়ার তপন, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, কোষাধ্যক্ষ বিমল মজুমদার, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক আরিফ নূর, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের সদস্য ডা. শাকিল আক্তার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন এবং আদিবাসী যুব পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিং।
সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী অপশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে কয়েক দশক আগে ফিলিস্তিনের ভূমি দখল করে গড়ে ওঠা ইসরায়েল রাষ্ট্রটির কোন বৈধতা নেই। বিশ্বের বেশিরভাগ দেশই ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। তারপরও মার্কিন সাম্রাজ্যবাদ এবং এর দোসরদের সহযোগিতায় ইসরায়েল সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের বেশিরভাগ ভূমি নিজেদের করায়ত্ত করেছে। ফিলিস্তিনের জনগণের ওপর বহুবার নৃশংস হামলা চালিয়েছে।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের উপর ইসরায়েল গাজা উপত্যকায় যে মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতিবাদে রাস্তায় নেমেছে বিশ্বের সব শান্তিকামী মানুষ। সব বড় শহর এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে তুমুল বিক্ষোভ। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে নতুন নতুন দেশ। এরপরও মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা এবং সরাসরি অর্থ ও অস্ত্র সহায়তায় গাজায় ও রাফায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হাসপাতাল কিংবা শরণার্থী শিবিরও তাদের হামলার থেকে রেহাই পায়নি।
সমাবেশে উদীচীর নেতারা বলেন, প্রতিষ্ঠাকালীন থেকেই বিশ্বশান্তির পক্ষে কথা বলে আসছে উদীচী। স্বাধীনতাকামী মানুষের ন্যায়সঙ্গত সংগ্রাম এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া অন্যতম কর্তব্য মনে করে উদীচী। তাই, ফিলিস্তিনে ইসরায়েলি দখল এবং গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করে উদীচী। একইসঙ্গে বাংলাদেশসহ বিশ্বের সকল শান্তিকামী রাষ্ট্রকে এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে উদীচী। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আকুণ্ঠ সমর্থন দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র এবং এর জনগণ।
মন্তব্য করুন