বসন্ত বেলার গান
মেঘের আড়াল ভেঙে উঁকি দেয় সম্ভাবনার জ্যোতি,
কোলাহল জনপদে শীতের আড়মোড়া ভেঙে ছড়ায় উল্লাস।
রিকশার প্যাডেলে ছন্দ মেলায় জীবন,
ঝিলের শালুকে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজর রাখে পানকৌড়ি,
ধীরে আমাদের জীবনেও আসে রোদ,
জীর্ণ পাতা স্থান করে আহ্বান জানায় সবুজের,
পলাশের ডালে আসে লাল বসন্ত,
এ ফুলেল বসন্ত কোকিলের, ভ্রমরের-
এ বসন্ত হোক আমাদেরও, অপার সম্ভাবনার।উজান মেঘে বৃষ্টি আসে আমার আকাশজুড়ে,
নীল তিমি সুখগুলো ঝাউয়ের ডগায় কেমন কাঁপে
পানশি ছেড়ে তোর উত্তাল বুকে ঝাঁপ দিলাম সন্ধ্যায়-
এখন আমার বুকে অনন্ত ঝড় ছিঁড়ে ফেলে
আদিমতার শেকল,নলখাগড়ার বুকে কিছু বেগুনি স্বপ্ন বালুকার বুকে দোলায়,
এখন আমার অনন্তজুড়ে আগুন জ্বলা আকাশ গঙ্গা,
বিচুলির পালে বিলি কেটে ফেরে আহ্লাদী কাব্য সুখ,
পানকৌড়ির ঠোঁটে নির্ভরতা বাড়ে সেই আবেশে,এখন আমার রক্ত তরঙ্গে তোর ঢেউ, শীতল ঝিরির কলতানে মুখর থাক এ বেলা!
ক্রমশ দূরত্বের পথে
অপরাজিতা, দূরত্ব কতটা বাড়লে ভালোবাসার গভীরতা বাড়ে? অপেক্ষার কতটি প্রহর পার হলে ভাঙে অভিমানের দেয়াল?
অপরাজিতা,
প্রাচীর ক্রমশ আকাশ ছোঁয়ার পথে,
এ আড়াল হয়তো স্মৃতিগুলোকেও ঢেকে দেবে একদিন।
হয়তো তুমি জিতে যাবে,
হয়তো আমিও পরাজিত হবো না।
কেবল হেরে যাবে ভালোবাসা,
বেড়ে যাবে দূরত্ব,
অনন্তের পথে....।
[কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’এর সঙ্গে কাজ করছেন।]
মন্তব্য করুন